গত ২২ জানুয়ারী বেশ কিছু ব্লগার বিভিন্ন ইতিহাস ঐতিহ্যসমৃদ্ধ স্থানে এক আনন্দ ভ্রমনে সারা দিন অতিবাহিত করে। ভোর ছয়টা থেকে এক এক করে মাইক্রোতে উঠেন ব্লগাররা।
ব্লগারদের এ টিম নিয়ে মাইক্রো চলে মানিকগঞ্জের উদ্দ্যেশ্যে। পথিমধ্যে নাস্তার সামান্য বিরতিতে খিচুড়ি খেয়ে একটানা মানিকগঞ্জের বালিয়াটি জমিদারবাড়িতে পৌছে ব্লগারদের এ টিম।
জমিদার বাড়ির প্রাসাদের ভেতরে ও বাহিরে বেশ কিছুক্ষন ঘোরাফেরা করেন ব্লগাররা।
এরপর ব্লগারদের এ টিম যায় রামকৃষ্ণ মিশনে।
এখান থেকে এ টিম যায় ইশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে।
এখানে খানিকটা ঘোরাঘোরির পর কাজী নজরূলের স্মৃতি বিজড়িত তেওতা জমিদার বাড়ির উদ্দ্যেশ্যে মাইক্রোযোগে আবারও যাত্রা শুরু হয়।
এই পুকুর ঘাটের সাথে জড়িত আছে কবির জীবনের অনেক স্মৃতি। এখানে বসে তিনি কবিতা লিখেছেন। এ পুকুরে তিনি সাঁতার কাটতেন।
এখান থেকে সবাই প্রবেশ করে জমিদার বাড়ির ভেতরে।
সবাই ঘুরে ফিরে দেখে অবহেলায় পড়ে থাকা এ ঐতিহাসিক স্থানটি। জমিদার বাড়ির ছাদেও উঠেন সবাই। অনেকক্ষন ঘুরাঘুরি হয় এখানে।
তারপর সবাই মিলে মাইক্রো যোগে রওয়ানা হয় যমুনার চরের উদ্দ্যেশ্যে। পথিমধ্যে জুমাহর সালাত সেরে সবাই যমুনার চরের নিকটবর্তী একটি হোটেলে লাঞ্চ সারেন। এরপর নামেন যমুনার চরে।
প্রচন্ড শৈত্ব্যপ্রবাহ থাকলেও ব্লগারদের আনন্দের কোন কমতি ছিলো না।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৪