আমি: মাম্মা, আমি ডরাইনা। এমনেই তুমার আগে আমারে একজন হুমকি দিয়া রাখসে বাংলাদেশ গেলে আমারে ভোঁতা দাঁও দিয়া কোপাইবো।
গাজী মামা: কস কি মমিন? ভোঁতা দাঁও ক্যান?
আমি: মাম্মা, শার্প দাঁও দিয়া মারলে তো তরাতরি মইরা যামু। হের লাইগ্যা ভোঁতা দাঁও দিয়া কষ্ট দিতে দিতে মারবো।
গাজী মামা: আইডিয়া খ্রাপ না। আমার পছন্দ হইসে তয় আমি তো আবার ইউনিক তাই এট্টু ডিফারেন্ট করুম?
আমি: ক্যামনে?
গাজী মামা: ওই ভোঁতা দাঁও শার্প করনের টেকা তর কাছ থেইক্যা লইয়া তরে কুপামু।
আমি: ওরে হালায়, মেরা টেকা-মুঝেই কোপ??? কানের লতির নিচে থাবড়াইয়া কানপট্টি হাডায়লামু।
গাজী: আমি তরে সাহারার লগে বিয়া দিয়া দিমু?
আমি: কুনডা? গুমবিবি না ডান্সবিবি?
গাজী: হালায় বাপে ঠিক করসিলো বইল্যা বিয়া করতে পারসিলি নইলে রাস্তার ফকিন্নিও তর লগে বিয়া বইতো না। আবার ডান্সবিবি চায়! তরে গুমবিবি'র লগে বিয়া দিমু।
আমি: তালাক!তালাক!!তালাক!!! বাইন তালাক! আইন তালাক! গাইন তালাক!!! যাহ বিয়ার আগেই তালাক দিয়া দিলাম। এইবার রাখি পড়াইয়া বইন বানাইলামু। খিক খিক খিক।
গাজী মামা: খিক খিক। তুই বিয়ার আগে তালাক দেস আর সপিদ ভায়া বিয়ার আগেই তালাক খায়।
আমি: বিচারা নাদান পুলা। বাপে কইসে হে অহনও নাবালক। বিয়া করবো ক্যালা?
গাজী মামা: নিজেরতো শাদি করসস আট বছর আগেই। মাশাল্লাহ বাচ্চাও পয়দা করসস। অহন হেরে মানা করস।
আমি: বাচ্চা তো তুমিও পয়দা করসো। তুমার পুলা কেমন আছে মাম্মা?
গাজী মামা: পুলা ভালা আছে। পুলার মা ও ভালা আছে তয় আমি ভালা নাই।
আমি: ক্যান কি হইসে?
গাজী মামা: হালার গাইনোকোলজিস্ট দেড় মাসের লাইগ্যা ফ্যাক্টরি বন্ধের নোটিশ দিসে।
আমি: তাইলে কি হইসে? ডেনটিস্ট তো আর নোটিশ দেয় নাই। খিক খিক খিকজ।
গাজী মামা: হালায় তুই একখান ঠুঠ.......ঠুঠ......ঠুঠ। আমি তরে ঠুঠ.........ঠুঠ.....ঠুঠ.............
খোমাখাতায় চ্যাট-চ্যাটানি (সিজন-১)
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১২ রাত ১১:৫৫