আমি: ওই মাম্মা তর মুপাইলে নেট কানেকশান আছে?
গাজী মামা: হ মাম্মা, না থাকলে কি তুই কি নয়া মুপাইল দিতি নাকি?
আমি: হ আমি তরে মুপাইল দিই আর মামীর গজবে আমার বউ আমার লাইফ ইনসুরেন্সের টেকা দিয়া তরাতরি মৌজ করা শুরু করুক!
গাজী মামা: ক্যান এই কথা কইলি ক্যান? আমার বউ তরে ঝাড়ু দিয়া পিডাইয়া মারবো নি?
আমি: আরে মাম্মা, তুমার বউ আমারে ঝাড়ু দিয়া পিডানোর লাইগ্যা পাইবো কই? আমি তো থাহি বিলাতে। তয়, মাশাল্লাহ, আমারে যে গজব দিবো তাইতে আমি ইলিয়াস (গুম)হইয়া যামু।
গাজী মামা: যাহ ব্যাটা, তুই একখান আই-ফুন দিলে তর মামী গজব মারবো ক্যান?
আমি: আরে মাম্মা, আমি তুমারে আই-ফুন দিলে তুমার মালদার শ্বশুড় আব্বার অপমান হইবো, আর হের লাইগ্যা মামী আমারে গজব মারবো।
গাজী মামা: কস কি মমিন? তুই আমারে আই-ফুন দিলে শ্বশুড় আব্বার অপমান হইবো ক্যান।
আমি: আরে মাম্মা, তুমার আব্বা-ইন-ল হইলো মালদার, জামাই বন্ধুর কাছ থেইক্যা আই-ফুন নিসে হুনলে হের প্রেসটিজ লুংগী ছেঁদা হইয়া যাইবো। বাপের অপমান হইলে মাইয়া কি কিসু না কইরা থাইকতে পারবো? তয় মাম্মা, ঈমানে কইতাসি তুমার লাইগ্যা একখান আই-ফুন দেইখ্যা রাখসি।
গাজী মামা: হ, তুই খালি দেইখ্যাই রাখবি। দিবি তো না।
আমি: আরে কি কয় না কয়, তুমারে দিমুনা তো আর কারে দিমু?লেকিন, তুমার শ্বশুড় আব্বার লগে বেদ্দপি করন কি ঠিক হইবো?আমি পুলা খারাপ হইতারি কিন্তু বেদ্দপ না। আম্মায় কইসে, মুরুব্বীগো লগে বেদ্দপি করলে খোদা নারাজ হয়। আমি এমনেই পাপী মানুষ, আর পাপ করতে কইয়ো না গো। (বুক কিলাইয়া কান্নার ইমো হইবো)
গাজী মাম্মা: বুঝছি, তুমি হালায় ছাকিপ খানের লাগান রংগ-লীলা শুরু করসো।
আমি: গাজী সাহেব, তুমি কমেন্ট চাইলেই কমেন্ট পাবে, মেসেজ চাইলেই মেসেজ পাবে, লাইক চাইলেই লাইক পাবে; কিন্তু আই-ফুন চাইলেই পাবেনা।
গাজী মামা: তরে আমিই অহন গজব মারতাসি। আসমানি বলা, জমিনী বলা তোর উপ্রে নাজিল হউক। তর মাথায় ঠাডা পড়ুক; তর আই-ফুন ধ্বংস হউক...........তর ঠুঠ......ঠুঠ.....ঠুঠ
আলোচিত ব্লগ
কমলার জয়ের ক্ষীণ ১টা আলোক রেখা দেখা যাচ্ছে।
এই সপ্তাহের শুরুর দিকের জরীপে ৭টি স্যুইংষ্টেইটের ৫টাই ট্রাম্পের দিকে চলে গেছে; এখনো ট্রাম্পের দিকেই আছে; হিসেব মতো ট্রাম্প জয়ী হওয়ার কথা ছিলো। আজকে একটু পরিবর্তণ দেখা... ...বাকিটুকু পড়ুন
বিড়াল নিয়ে হাদিস কি বলে?
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন