হলুদ রোদে পুড়ছে আমার বিষণ্ণ নগর
ঘামে ভেজা রিকশা শ্রমিকের উগ্র মেজাজে আক্রান্ত-
স্কুল ফেরত শিশু।
আমি, অনিবার্য দায়িত্ব ফেরি করে ফিরছিলাম।
আমার ক্ষোভের শিকার একটি সবুজ আইসক্রিম
এই মুহূর্তে,
নরম কোন তরুণীর সুখের মত-
গলে গলে পড়ছে।
প্রশ্ন জাগে,
আইসক্রিমের কি সুখ আছে?
নাকি তোমার নকল হাসির মতন,
"...শুধুমাত্র প্রদর্শনীর উদ্দেশ্যে"...?
আমি নকল সুখের পূজারী নই।
আমি কবি, আমি মানব-কুল-শ্রেষ্ঠ,
তাই কোন নকল সুখের পরোয়া নয়।
শুধু প্রার্থনা-"অফুরন্ত বৃষ্টি হোক আজ..."
১৫.০৫.২০১২