অনেকেই নিরাপদ ভেবে নিজেদের ব্যক্তিগত ও গোপনীয় ছবি রেখেছিলেন অ্যাপলের আইক্লাউডে। কিন্তু সাইবার দুর্বৃত্তরা তাঁদের সেই গোপনীয় ছবি হাতিয়ে নিয়ে অনলাইনে ছড়িয়ে দিয়েছে। কিন্তু কীভাবে ঘটল এই ঘটনা? বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে সেই তথ্য।
বিশ্বজুড়ে ১০০ জনেরও বেশি তারকার ছবি অনলাইনে ফাঁস হওয়ার ঘটনায় ওয়েবজুড়ে তোলপাড় চলছে। এ ঘটনা তদন্তে যুক্ত হয়েছে এফবিআই। ভুক্তভোগীদের অভিযোগ, অ্যাপলের আইক্লাউড সিস্টেমে রাখা ব্যক্তিগত ও গোপনীয় ছবি হ্যাকাররা হাতিয়ে নিয়েছে। আর অ্যাপল কর্তৃপক্ষ আইক্লাউড সিস্টেম হ্যাক হওয়ার ঘটনা অস্বীকার করেছে।
অ্যাপল দাবি করেছে, তারা পরীক্ষা করে দেখেছে কয়েকজন তারকার আইক্লাউড অ্যাকাউন্টের তথ্য চুরি করেছে সাইবার দুর্বৃত্তরা। কিন্তু অ্যাপলের নিরাপত্তা সিস্টেম ভেঙে এটা করা হয়েছে—এমন কোনো প্রমাণ মেলেনি।
সাইবার নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, অ্যাপলের নিরাপত্তা সিস্টেম না ভেঙে সাইবার দুর্বৃত্তরা তারকাদের বোকা বানিয়ে পাসওয়ার্ড হাতিয়ে নিয়েছেন। বিশেষ ধরনের সাইবার প্রতারণা করে লগ-ইন তথ্য চুরি করেছে তারা।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ভুক্তভোগী তারকাদের তালিকায় আছেন কেট আপটন, আরিয়ানা গ্রান্ডে আর জেনিফার লরেন্সের মতো অস্কারজয়ী তারকারা। নগ্ন ছবি ফাঁস হওয়ার তালিকায় আরও আছেন পপগায়িকা রিয়ান্না, সেলেনা গোমেজ, অ্যাভ্রিল লেভিন, কারা ডেভেভিংনে, অভিনেত্রী কেট বোসওর্থ, হিলারি ডাফ, অ্যাম্বার হার্ড, জেনি ম্যাককার্থি, হোপ সলো, রিয়েলিটি টিভি তারকা কিম কারদাশিয়ান, মডেল-অভিনেত্রী কেলি ব্রুকের মতো ২০ জনের বেশি তারকা।
বাকি টুকু পড়তে চাইলে