রাফি অনেকদিন ধরেই ইউরোপ ভ্রমণের স্বপ্ন দেখছিল। অবশেষে সে সুযোগ পেয়ে গেল এবং উচ্ছ্বাস নিয়ে ফ্রান্সে পা রাখল। কিন্তু আনন্দ বেশি দিন স্থায়ী হলো না। ভ্রমণের কয়েকদিন পরই সে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে ভর্তি হতে গেলে জানতে পারে, চিকিৎসার খরচ অনেক বেশি, যা তার পক্ষে বহন করা সম্ভব নয়।
তখনই রাফির মনে হলো—ট্রাভেল ইন্সুরেন্স না করাটা কত বড় ভুল ছিল!
দিশেহারা রাফি দ্রুত অনলাইনে খোঁজ নিয়ে জানতে পারে গুডহোপ ইনসিউর লিমিটেড থেকে সহজেই ট্রাভেল ইন্সুরেন্স কেনা যায়। সে দ্রুত ওয়েবসাইটে গিয়ে একটি উপযুক্ত পলিসি ক্রয় করে। গুডহোপ ইনসিউর লিমিটেড খুব দ্রুত ইমেইলের মাধ্যমে তার ইন্সুরেন্স ডকুমেন্ট পাঠিয়ে দেয়, যা সে হাসপাতালের কর্তৃপক্ষকে দেখিয়ে চিকিৎসা গ্রহণ করে।
সুস্থ হয়ে রাফি বাংলাদেশে ফিরে আসে। কিছুদিন পর তার ঠিকানায় গুডহোপ ইনসিউর লিমিটেড থেকে তার মূল ইন্সুরেন্স ডকুমেন্ট পৌঁছে যায়। তখন সে বুঝতে পারে, ভবিষ্যতে যেকোনো ভ্রমণের আগে ট্রাভেল ইন্সুরেন্স করাটা একান্ত প্রয়োজনীয়!