পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেশটির প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে অযোগ্য ঘোষণা করার পর জরুরি বৈঠক করেছে দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, ইউসুফ রাজা গিলানি এবং পাকিস্তান পিপলস পার্টির কো চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো। পাকিস্তানের প্রেসিডেন্টের বাসভবনে এ বৈঠক হয়েছে বলে জানা গেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী চৌধুরী আহমেদ মুখতার এবং কেন্দ্রীয় মন্ত্রী মাখদুম শাহাবউদ্দিন ও খুরশিদ শাহ’র মধ্য থেকে একজনকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেয়া হবে বলে কোনো কোনো সংবাদ মাধ্যম দাবি করেছে। পাকিস্তানের একটি ইংরেজি দৈনিককে প্রবীন রাজনীতিবিদ আহমেদ মুখতার বলেছেন, তাকে প্রধানমন্ত্রী করা হবে এমন কথা তিনিও শুনেছেন। দল যদি তাকে এ দায়িত্ব দেয় তবে তা যথাযথাভাবে পালন করবেন তিনি। আজ প্রধানমন্ত্রী নিয়োগের জন্য পাকিস্তান জাতীয় সংসদের বৈঠকে বসবে বলে মনে করা হচ্ছে।
রায়ের পর রাজধানী ইসলামাবাদের গুরুত্বপূর্ণ এলাকার নিরাপত্তা জোরদার এবং মুলতানে গিলানির বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে, গতকাল দিনের প্রথমভাগে গিলানিকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের অনুপযুক্ত ঘোষণা করেছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। আদালত এক রায়ে বলেছে, গত ২৬ এপ্রিল থেকে গিলানি আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হয়েছেন এবং সেদিন থেকেই তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের অযোগ্য বলে বিবেচিত হবেন। পাকিস্তানের প্রধান বিচারপতি ইফতিখার মোহাম্মাদ চৌধুরী গতকাল এ রায় ঘোষণা করেছেন। তিনি গিলানিকে অযোগ্য ঘোষণা করার জন্য পাকিস্তান নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন। এছাড়া, পাকিস্তানে গণতান্ত্রিক প্রক্রিয়া ধরে রাখার জন্য যথাযথ ব্যবস্থা নিতে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকেও নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। আগামী ৩০ দিনের মধ্যে এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন গিলানি।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা শুরুর জন্য সুইস কর্তৃপক্ষকে চিঠি লেখার বিষয়ে আদালতের নির্দেশ না মানায় গত ২৬ এপ্রিল গিলানিকে দোষী সাব্যস্ত করে সুপ্রিম কোর্ট।