আজকাল পৃথিবীটা অনেক নিষ্ঠুর হয়ে গিয়েছে।
কেউ কারও জন্য কিছু করে না।
নিজের বিপদে অন্যের সাহায্য আশা করলেও,
অন্যের বিপদে নিজে এক পা এগিয়ে যাবে-
এমন মন মানসিকতা আজকাল মানুষের মাঝে দেখাই যায় না।
জীবন এখানেই স্তব্ধ, জীবন এখানেই হেরে গিয়েছে,
নৈতিকতা এখানে বিবর্জিত।
এই সমাজ, এই জীবন ব্যবস্থা এখন মিথ্যার বেঁড়াজালে বন্দী।
নীতিকে আঁকড়ে রাখা নীতিবান মানুষ চাই,
অন্যায়কে রুখে দেয়ার জন্য সাহসী কিছু লোক চাই,
চাই কিছু সাদা মনের মানুষ।
প্রত্যয়ী মনের নির্ভেজাল জীবন চাই।
অনেক কিছু বলার আছে,
কিন্তু বলার সুযোগ এখানে লোহার শৃঙ্ক্ষল দিয়ে শৃঙ্ক্ষলিত,
মায়া কান্না এখানে নিত্য।
সুখী সমৃদ্ধ সুন্দর একটি জীবন এখানে কল্পনা করাটাও অসাধ্য সাধন...
তাই এই সময়ের প্রান্তিকে দাঁড়িয়ে একটি প্রশ্নই শুধু ঘুরে ঘুরে ফিরে আসে,
"কেনো?" "এরকম কেনো?" "এরকম কি হবার কথা ছিলো?"
নিজেকে নির্ভীক বলে প্রচার করবো, এমন সাহসী আমি হয়তো নই,
তবে চুপচাপ বসে থাকা, সেই মুখ বুজে থাকা বালকও আমি নই।
প্রতিবাদ আমি করবোই, তবে আমার মতো করে;
প্রতিবাদ তুমিও করো, তোমার মতো করে (দয়া করে);
অন্তত চুপ থাকার অভ্যাসটা ছেড়ে দেওয়াটা খুব জরুরি এখন;
এগিয়ে যাওয়ার, জেগে উঠার এটাই যে প্রকৃত সময়।
জীবনের আহবান কে পরিপূর্ণ করার শুরুটা নাহয়, এখান থেকেই হোক...
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১:৩১