আমার খুব ইচ্ছে হয়, আমি আকাশ হই;
আকাশের নীল রঙে সবকিছু সাজিয়ে দেই।
ইচ্ছে করে, আমি হই শ্রাবন দিনের মেঘ;
বৃষ্টির ঝর ঝর ধারা হয়ে ভিজিয়ে দেই সবাইকে।
আমি নিশ্চুপ প্রকৃতি হতে চাই,
ভালোবাসতে চাই বিধাতার প্রতিটি সৃষ্টিকে,
ঠিক প্রকৃতির মতন করেই,
এবং নিঃস্বার্থ হবে সেই ভালোবাসা।
অকৃত্রিম স্নেহে আমি আপন করে নিতে চাই সবকিছু,
যে স্নেহে মায়ের শাড়ির আঁচলের গন্ধ পাওয়া যায়।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৩:০৬