১। ১৯৯৯ সালের পাকিস্তানের বিপক্ষে ৬২ রানের জয়।
সেটি ছিল যে কোন টেস্ট প্লেয়িং দেশের বিপক্ষে ১ম, এবং বাংলাদেশের ৩ য় ও.ডি.আই জয়
২। ২০০৫ সালের ১৮ জুনঃ অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে
তৎকালিন বিশ্বচেম্পিয়ান, এবং যে সময় প্রায় অদম্য ও পরাশক্তি অস্ট্রেলিয়াকে হারানো...!!!
৩। ২০০৭ সাল, ভারতঃ ৫ উইকেটে জয়
কারন এই জয়ের উপরে ভিত্তি করেই বাংলাদেশ প্রথম বারের মত বিশ্বকাপের ২য় রাউন্ডে উঠার জোগ্যতা অর্জন করে
৪ । ২০১২ঃ ভারতকে ৫ উইকেটে
কারন শচিনের ইতিহাশ গড়ার এই দিনে, বাংলাদেশ ভারত কে হারিয়ে প্রথম বারের মত এশিয়া কাপের ফাইনালে ১ পা দিয়ে রেখেছিল
৫। সবার শেষে, যেই ম্যাচ কে রাখছি, সেই ম্যাচে আমাদের ব্যাটে বলে পরাজয় হলেই, আমরাই আসল জয়ী, আর সেটি হল আজকের এই ম্যাচ
আমি জানিনা আপনাদের সাথে আমার মতের মিল হয়েছে কিনা, !!!! তবে আমি এই ৫ টি ম্যাচ কেই এগিয়ে রাখব...
তবে যাই হোক। আমরা যে উন্নতি তা স্পষ্ট। ওডিআই স্ট্যাটাস পাওয়ার ১৫ বছরের মধ্য আমাদের অর্জন জানিয়ে দিচ্ছে যে আমরাও এক সময় পরাশক্তি হিসেবে আবির্ভুত হব......
SO, KEEP ON SUPPORTING OUR TEAM....
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১২ রাত ১২:০৮