সরকার------ বছরের পর বছর পার হয়, আগুন লেগে ভবন ধসে এত মানুষ মারা যায়, মালিকের কিছুই করতে পারে না,নদী দখল হয়ে যায়, পাহাড় লুট হয়ে যায়, ঠেকাতে পারে না,রাতে দিনে ঘরে বাইরে রাজনৈতিক অরাজনৈতিক নির্বিচারে মানুষ খুন হয়- গুম হয়,বিচারের কোন কিনারা করতে পারে না,চার হাজার কোটি টাকা লোপাট হয়ে যায় খালি জিনিসের দাম বাড়ায়, বিদ্যুতের দাম বাড়ায়।
সামগ্রিক বিষয়ই তো আমি বলবো আমাদের অক্ষমতা । আমরা কেন পারিনা, নিজেদের আত্মকেন্দ্রিকতা থেকে বের হয়ে আসতে? কেন পারিনা শুধু নিজের আঁখের গুছানো নামক পোতাশ্রয় থেকে বের হয়ে আসতে? আজ স্বাধীনতার ৪১ পার হল।কি পেয়েছি আমরা নতুন প্রজন্ম? কিই বা রেখে যাবো অনাগত প্রজন্মের জন্য? সব সময় দেখি লুটেরাজদের রাজত্ব । সবার কাছে আমার আকুতি, আর দেরি নয়, এখনই ঘুরে দারানোর সময় । নতুবা আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে, যা আমরা উপলব্ধি করতে পারিনা..... ..............।। মানুষ আর বেশিদিন সহ্য করবে না।মানুষ এখন আগের চেয়ে অনেক সচেতন।একদিন সবাই জেগে উঠবে।তখন নেতারা দেশ থেকে পালাবার রাস্তা খুজে পাবে না।সেই দিন আর বেশি দূরে নাই।অতএব জনগনের রক্ষক নামের ভক্ষকরা সাবধান।বাংলার জনগন কি সেটা টের পাবে। এই বাংলার মানুষকে কলা দেখিয়ে আর খাওয়া চলবেনা। স্বাধীনতার মানে এখন বড় বড় দুর্নীতিবাজদের চাপাবাজিতে পরিণত হয়েছে।বছরে কতিপয় কয়েকটি দিনে বিশেষ কিছু জায়গায় ফুল ছিটানোতে পরিণত হওয়া এই সকল ভন্ডামি সমূলে উতপাটন করতে হবে।৭১ এ তাসখেলোরে চক্র গুলো বড় বড় মুক্তিযোদ্ধা বনে যাওয়া, সংঘটক হয়ে যাওয়া এ সকল হোতাদের দেখলে আগামী প্রজন্ম বলতে বাধ্য হবে যত বড় মুক্তিযোদ্ধের চাপাবাজ ততবড় দুর্নীতিবাজ, লোটেরা।