ঈদ মানে আনন্দ
ঈদ মানে হাসি,
যেন ছোট্ট খোকার খুঁজে পাওয়া
লাল রঙের বাঁশি।
ঈদ মানে আনন্দ
ঈদ মানে হাসি,
যেন স্কুল জীবনেরবছরশেষের বার্ষিক ছুটি
উদ্দামহারা খুশির রেষারেষি।
ঈদ মানে আনন্দ
ঈদ মানে হাসি,
যেন কিশোর-যুবার একসঙ্গে মিলিত হওয়া সফর
অতঃপর ছড়িয়ে যাওয়া নবদিগন্তে আসি।
ঈদ মানে আনন্দ
ঈদ মানে হাসি,
বয়সের ভারে নুয়েপরাদের সোনালী স্মৃতি আওরানো
আর সঙ্গে থাকে নিদারুন কাশাকাশি।
ঈদ মানে আনন্দ
ঈদ মানে হাসি,
সমাজিকদের সমাজ রক্ষার অবিরাম চেষ্টা
জনে জনে হাসির বহিঃপ্রকাশ,
আত্মকেন্দ্রিক মানুষের কপাটবাঁধা ঘরকুনো খুশি
প্যাকেজ সিস্টেমের আনন্দ- আছে হয়ত কর্পোরেট লেবাস!!