সম্পর্কের টানপোড়েনে ব্লগে কিছুদিন অনিয়মিত ছিলাম। পরে আবার নিয়মিত হওয়া শুরু করেছিলাম। ব্লগে অনেক মানুষের সাথে পরিচিত হলেও গত কয়েকবছর বাসায় অনবরত ফোনে হুমকি ধামকি তো আছেই, সাথে সাম্প্রতিক সময়ে বেশ কিছু থ্রেট পাই। আমি থ্রেটে দমে যাওয়ার পাত্র নই। এসব আমার কাছে মজাই লাগে।
কিন্তু একান্ত ব্যাক্তিগত সমস্যার কারনে বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যত ব্লগ আছে সব মুছে ফেলবো। আবার একটু দ্বিধায় ছিলাম এই ব্লগিং সময়ে এমন কিছু লেখা লিখেছি যেগুলো নিয়ে বেশী বেশী লেখা দরকার। তবু নিজের মনের সাথে না পেরে আমি সব পোস্ট মুছে ফেলার চেষ্টা করি। প্রথমে সফল না হলেও বেশ কিছু পোস্ট ড্রাফট/মুছে ফেলতে সমর্থ হই। যদিও ব্লগ ড্রাফট করা বা ব্লগ বন্ধ রাখা আমার জন্য নতুন কিছু না। নানা কারনে বেশ কয়েকবার ব্লগ ত্যাগ করেছিলাম, পোস্টও ড্রাফট করেছিলাম।
আসলে আমি এখনও নিজের সাথে পেরে উঠছি না যে "উদাসী স্বপ্ন" নিকের ব্লগীং পরিচয়টা আমি বাচিয়ে রাখবো না হত্যা করবো। মাঝে মাঝে যখন পরম নিঃসঙ্গতায় ভুগী তখন এসব নিয়ে চিন্তা করি, ব্লগার পরিচয়টা রাখবো কিনা।
যাই হোউক, বাকি সব আল্লাহর ইচ্ছা। অনেকেই জানতে চাচ্ছেন পোস্ট গায়েব হচ্ছে কেন?
আসল কারন এটাই, ব্যাক্তিগত কারনে আমি সরে আসতে চা্চ্ছি আমার ব্লগার পরিচয় থেকে। কারো থ্রেট বা অন্যকিছুতে ভয় পাইনি। পেলে বছর তিনেক আগেই করতাম। আর এখন যে সমস্যার মুখোমুখি সেগুলো নিজের কিছু পুরোনো বাজে সিদ্ধান্তের কারনেই এর উদ্ভব হয়েছে। তাই একান্ত নিজস্ব ব্যাক্তিগত কারনেই পোস্ট ড্রাফট করা শুরু করেছি। তবে সিদ্ধান্তটা পুরোপুরি নিতে পারিনি। নিজের সাথে অনেক বোঝাপড়ার দরকার আছে।
ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।
বিঃদ্রঃ আমি আমার ফেসবুক আইডি বন্ধ করিনি। ওটা চালু আছে। আমি সাধারনত এই ফেসবুক আইডি চালু রেখেছি আমার বেশীরভাগ লেখা একাডেমিক জিনিসের ওপর। যদিও আমি এখন আর একাডেমিক নাই, ফুল টাইম কামলা। তবু টেকনিক্যাল নানা বিষয় নিয়ে আমি আলোচনা করতে আগ্রহী। তাই যদি কেউ মনে করেন আমার মাধ্যমে কারো কোনো ব্যাপারে সাহায্য হতে পারে, তাকে অবশ্যই স্বাগতম। শুধু মাত্র জামাত শিবির, ইসলামিক জঙ্গি, পেডোফাইল, আর সেসব গরু ছাগল যারা জামাত শিবির তথা রাজাকারদের ন্যুনতম সহানুভূতি রাখে, তারা বাদে!কারন আমার ব্যাক্তিগত মতামত এদেরকে বোথা চাপাতী দিয়ে হত্যা করা শ্রেয়, বিচারের থেকে। এরা মানুষ না, মানুষ রুপী হিংস্র জানোয়ার!
হ্যাপী ব্লগিং
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:১২