রোজার মধ্যে আসুন মেটাল গান সম্বন্ধে আরও বেশী করে জানি, ইনশাল্লাহ জাহান্নামে যাইতে বহুত ফায়দা হবে!
পাওয়ার মেটাল:
এইটার দুই ধারা আছে একটা হইলো নর্থ আমেরিকান স্টাইল আরেকটা হইলো জার্মানী তথা স্ক্যান্ডিনেভিয়ান স্টাইল।
লিরিকস: বাস্তব দুনিয়াকে বেশী ফোকাস করবো যেমন ব্যাক্তিগত অভিজ্ঞতা, ঐতিহাসিক ঘটনা, সামাজিক ঘটনা ইত্যাদি।এছাড়া কসমোলজিক্যাল বা মেটাফিজিক্যাল (সায়েন্স ফিকশন, মাইথোলজী,ফ্যান্টাসী )থিম নিয়াও লিরিকস লেখা হয়।
ভোকাল: ডেথ মেটালের গ্রোলিং ভোকালের বিপরীত মানে পরিস্কার ভোকাল এবং ট্রেইনড হইতেই হবে আর হাই রেজিস্টারে গলা ছাড়তে হবে।
গীটারিস্ট আর বেসিস্ট: অপেক্ষাকৃত আস্তে কর্ড চেন্জ্ঞ করবে মাগার নোটগুলো বাজাতে হবে দ্রুত লয়ের নোটে, হারমোনিং টেম্পোতে কখনো ধীর অথবা কখনো নোট অনুযায়ী।তবে দ্রূত এবং চাহিদামাফিক গীটার সলোস গ্যারান্টিড।
ড্রামার: স্পীডের জন্য দুইটা বেস ড্রাম ব্যাব হার করা হয়।মাঝে মাঝে ১৬ তম নোটে ধারাবাহিক স্ট্রিমে ২ এবং ৪ নম্বর বীটের স্নেয়ার ড্রাম এ্যাকসেন্টের সাথে বাজিয়ে যায়।যদিও কিছু ব্যান্ড এই ফর্মূলার নড়চড় করে কিন্তু কেনো যেনো ইহাই ইউনিভার্সাল ফর্মূলা!
এছাড়া এর আরও ১০১ টা নিয়ম জানার জন্য লিংক
লিস্ট:
01 - Lady Lost In Time (Labyrinth)
02 - Xxx (Valhalla)
03 - Maniac Dance (Stratovarius)
04 - Renacer (Darksun)
05 - Die With Your Boots On [Iron Maiden Cover] (Sonata Arctica)
06 - All For One (Dreamland)
07 - World Of Pain (Rage)
08 - Signs (Galloglass)
09 - Run Through The Night (Accept)
10 - Drain Me (Sentenced)
11 - Dreammaker (Edguy)
12 - Buried Alive (Zonata)
13 - As You Wish (Persuader)
14 - Black Roses (The Dogma)
15 - Pure (Lost Horizon)
16 - Raise The Hammer [Instrumental] (Hammerfall)
ডাউনলোড লিংক: মেটাল মিউজিয়াম ১
ডাউনলোড লিংক: মেটাল মিউজিয়াম ২
প্যাগান মেটাল:
হেভী মেটালের এই সাব জেনেরীটা মূলত ভাইকিং মেটাল আর ফোক মেটালের সংমিশ্রন। তবে অনেক প্যাগান বোদ্ধাদের মতে এটা মূলত লিরিকসের উপর বেশী নির্ভরশীল মিউজিকের চাইতে!
কর্পিকলানির বেসিস্ট জার্কো আন্টোলানের মতে, " যেসব ব্যান্ড যারা মূলত ভাইকিং অথবা অন্যান্য পুরোনো উপজাতীদের লোকদের নিয়ে গায় তাদের পেগান লেবেলে সাটা যায়।" ভোকাল স্টাইল রেন্জ্ঞটা হলো মেলোডিক সুর থেকে অপার্থিব গ্রোলিং এ।
লিস্ট:
01 - In Winter Embraces (Pagan Reign)
02 - Terugkeer Naar Het Einde Van De Cirkel (Rhymes Of Destruction)
03 - Na Toy Storone (Svarga)
04 - Naim,Yhazura,Derval... (User Ne)
05 - Wunden (Hel)
06 - Woodlands (Radigost)
07 - In Darkness And Frost (Skyforger)
08 - Kolovorot (Butterfly Temple)
09 - Odroerir (Odroerir)
10 - Zhazhda Vlasti (Natural Spirit)
11 - The Shield Of Grief (Satarial)
12 - Apocalypse (Kroda)
13 - Perun's Celestial Silver (Nokturnal Mortum)
ডাউনলোড লিংক: মেটাল মিউজিয়াম ১
ডাউনলোড লিংক: মেটাল মিউজিয়াম ২
স্পীড মেটাল:
স্পীড মেটাল হলো হেভী মেটাল জেনেরীর দ্রূততর সংস্করন যেখানে থ্রাশ মেটালের ছোয়া পাওয়া যায় কিন্তু পান্ক মিউজিকের মতো আরও মেলোডিক এবং একটু কম প্রভাবান্বিত রূপ।
এই গানের টপিক হলো যুদ্ধ, দূষন, নিউক্লিয়ার অস্ত্র এবং করপোরেট গ্রাস যেগুলো মূলত পুরুষের বেস ভোকালে গাওয়া হয় আর রায়ট স্টাইলে কোরাসিং করে চিৎকার/ধমকের স্বরে গাওয়া হয় (মেটালিকা, মটরহেডের নো স্লিপ টিল হেমারস্মিথের লাইভ ভার্সন এ্যালবাম, হ্যালোইন এর ওয়ার্ল্ড অব জেরিকো, মেগাডেথের মার্টি ফ্রিডম্যান, লিড জেপেলিনের একিলিস লাস্ট স্ট্যান্ড)।
লিস্ট:
01 - Needled 24-7 (Children Of Bodom)
02 - Burning Earth (Firewind)
03 - Hell Is Thy Home (Gamma Ray)
04 - One From The Stands (Kalmah)
05 - Ironbound (Iron Savior)
06 - Back To Attack (Powergod)
07 - She Wolf (Megadeth)
08 - Desert Rose (Grave Digger)
09 - Epiphany (Eterna)
10 - Refuse To Be Denied (Anthrax)
11 - Art Of Deception (Bulldozer)
12 - Odinn's Warriors (Stormwarrior)
13 - The Invisible Man (Helloween)
14 - Savage (Cacophony)
15 - Spiral Of Violence (Whiplash)
16 - Indianapolis (Vampyr)
ডাউনলোড লিংক: মেটাল মিউজিয়াম ১
ডাউনলোড লিংক: মেটাল মিউজিয়াম ২
ব্রুটাল ডেথ মেটাল:
এটা নিয়ে বেশ কিছু বিতর্ক আছে হাল জামানার ডেথ কোর আর স্বয়ং ডেথ মেটালের সাথে। তবে যারা হার্ড কোর ব্রুটাল ডেথ মেটাল ভক্ত তাদের মতে:
১: এই সাবজেনেরীর লিরিকসে ডেথ মেটালের চাইতেও দ্রুততর বীটস আর নৃশংসতার ছোয়া থাকে লিরিকসে। ডেথ গ্রান্টস লো-পিচড হবে।
২: এই জেনেরীতে সলিড রিফ দিয়ে ব্রেকডাউন ঘটানো হয়। তবে এরা ভার্সের মধ্যে ব্রেক ডাউন ঘটায় না এবং বিশৃংখলতা কম (টেকনিক্যাল দিক থেকে আরো উন্নত)। গীটার রিফ গুলো স্লো চান্কি গ্রুভস অথবা হাইপার ফাস্ট, ডাউন টিউনড তবে মাঝে মাঝে পিচড হারমোনিক্সে চলবে। আর যদি গীটার সলোস যোগ করা হয় সেগুলো ট্রেমেলো পিকিং, ওয়েলিং হারমোনিকস আর ভারিড আরপেজিও (to play on a harp)। ড্রামলাইনের রেন্জ্ঞটা হলো স্লো রিদম থেকে চার্নিং ব্লাস্ট বিটস!
৩: একটা ইকুয়েশন গ্রাইন্ড কোর + ডেথ মেটাল তবে এটা যেনো ডেথ গ্রাইন্ডের সাথে গুলায় না যায়।
লিস্ট:
01 - Principle Of Discord (Agiel)
02 - Butchered Hope (Born Headless)
03 - The Howling Of The Jinn (Nile)
04 - Chessman Red Monday (Amputated Genitals)
05 - Glenghost (324)
06 - Stitched Oral Asphyxia (Gorgasm)
07 - Thorns Of Heaven (Krisiun)
08 - Bloodwork (Saprogenic)
09 - Point Of Origin (Bloodchurn)
10 - The Smell Of Hot Shit (Anal Bleeding)
11 - Seven (Necrophagist)
12 - The False Prophet (Sanatorium)
13 - Predators Of An Unbound Sea (Usipian)
14 - Babykiller (Devourment)
15 - Victims Of The Absurd (Prostitute Disfigurement)
16 - Identisick (Benighted)
17 - Parasitic Flesh Resection (Aborted)
18 - Shrine Of Moria (Liturgy)
19 - Blood Sign (Incarnated)
20 - Destroy Yourself (Azarath)
21 - Blood Feast (Necrotorture)
ডাউনলোড লিংক: মেটাল মিউজিয়াম ১
ডাউনলোড লিংক: মেটাল মিউজিয়াম ২
থ্রাশ মেটাল:
স্পীড মেটালের প্রচন্ড স্পীডের মধ্যে ঐতিহ্যবাহী মেটাল মেলোডী আর রিফের সমন্বয়ে ৭০' আর ৮০' দশকে থ্রাশমেটালের উদ্ভব ঘটে।
থ্রাশ মেটাল মূলত দ্রুত টেম্পো, লো রেজিস্টার, জটিলতর গীটার রিফস, হাই রেজিস্টার গীটার সলোস, ডাবল বেস ড্রামিং এবং আক্রমনাত্মক ভোকালের সম্মিলন।
বেশীরভাগ থ্রাশ মেটাল গীটার সলোগুলো দ্রুত গতিতে বাজানো হয় যার চারিত্রিক বৈশিষ্ট্য হলো শ্রেডিং আর সুইফট পিকিং, লিগেটো ফ্রেজিং, অল্টারনেট পিকিং, স্ট্রিং পিকিং এবং টু-হ্যান্ড পিকিং এর মতো টেকনিক ব্যাবহার করা হয়। থ্রাশের লীড গীটারিস্টরা নিউ ওয়েভ অব ব্রিটিশ হেভী মেটাল মুভমেন্টের দ্বারা প্রভাবিত।
স্পীড, পেসিং এবং টাইম-চেন্জ্ঞেস সবকিছুই থ্রাশে বেশ ডিফাইনড। এর আক্রমনাত্মক ড্রামিং স্কিলের কারনে থ্রাশে বেশ ত্বড়িৎ অনুভূতি জাগে।বেশীর ভাগ থ্রাশ বেসিস্ট পিক ব্যাব হার করেন।
লিরিকসে করাপশন, সুইসাইড, এ্যাডিকশন, মার্ডার, অবিচারের মতো বিষয়সমূহ যেগুলো মূলত ব্যাক্তিগত এবং সামাজিক জীবনকে প্রভাবিত করে এসবই প্রধান হিসেবে থাকে। হিউমার এবং করূনা খুব কম দেখা যায়।
লিস্ট:
01 - Alison Hell (Annihilator)
02 - Beyond The Black (Metal Church)
03 - Chemical Invasion (Tankard)
04 - Sign Of Omission (Testament)
05 - State Of Emergency (Sacred Reich)
06 - Enter Sandman (Metallica)
07 - Voices Of The Dead (Kreator)
08 - War Ensemble (Slayer)
09 - Thrown To The Wolves (Death Angel)
10 - Axis Of Evil (Sodom)
11 - Sign Of Evil (Violent Force)
12 - Drunken Wisdom (Overkill)
13 - Don't Believe (Artillery)
14 - Skullcrusher 1 (Onslaught)
ডাউনলোড লিংক: মেটাল মিউজিয়াম ১
ডাউনলোড লিংক: মেটাল মিউজিয়াম ২
চলবে....
****ডাউনলোড লিংক গুলো সংগৃহিত আমাদের ফোরাম এর এ্যনসিয়েন্ট পয়েট আর দ্যা পয়েট পোস্ট থেকে।