আমি জানি এই কথা পড়ে ব্লগার আমাকে গালি দেওয়া আরম্ভ করবেন। কিন্তু আমি যাহা লিখবো সত্য লিখবো। আমি একজন প্রাক্তন ক্রিকেটার। ক্রিকেট আমার সবচেয়ে প্রিয় একটা খেলা। বাংলাদেশের যে অঞ্চলে আমার শৈশব, কৈশোর, যৌবন কেটেছে আমি শুধুমাত্র সেখানকার উদাহারন দিবো আমার চোখে দেখা।
একটা সময় ছিল কখন স্কুল ছুটি হবে আর বেট নিয়া মাঠে ক্রিকেট খেলতে যাবো সেই জন্য মন ছটফট করতো। ক্রিকেট এর জন্য এত পাগল ছিলাম। এস.এস.সি পরীক্ষার পর পর নাওয়া, খাওয়া ভুলে গিয়ে সারাদিন মাঠে ক্রিকেট নিয়ে মেতে থাকতাম আমরা। চমতকার সে সব স্মৃতি ভুলার নয়। আমরা ক্রিকেট বল কে কাঠের বল বলতাম সবাই চান্দা দিয়া বেট, প্যাড ক্রিকেটের সব সরঞ্জাম কিনতাম। একটা ক্লাব ও ছিল আমাদের। আমরা বিভিন্ন পাড়ার সাথে ক্রিকেট ম্যাচ খেলতাম। জনপ্রতি চান্দার দিতাম ১০-১৫ টাকা করে। জিতলে সে টাকা গুলো দিয়া হোটেল এ খাওয়া ছিল আমাদের একমাত্র কাজ। স্বপ্ন দেখতাম বড় ক্রিকেটার হব। কত মজা হত। দলের সবাই অনেক আনন্দ করে দিন গুলো পার করতাম। এভাবে অনেক দিন পেড়োলাে 'জান্নাত' নামের একটা মুভি রিলিজ হল, ক্রিকেট এ বিপিএল এল, বিসিএল এল আর পাড়ার ছেলেদের স্বভাব, চরিত্র চেঞ্জ হওয়া শুরু হল। সবাই নিজেকে জান্নাত মুভির ইমরান হাশমি ভাবতে লাগলো। শুরু হলো সমাজে যুব সমাজের অবক্ষয়। সে অধোপতন এর এখন এমন অবস্থা- যুব সমাজ কে আর স্কুলের মাঠে দেখা যায় না। তারা এখন টং এর মত করে একটা দোকান করে টিভিতে খেলা দেখে। খুব মনোযোগ দিয়ে বেটিং করে প্রতিটা বল এ বল এ ছোট ছোট ছেলেদের পকেটে থাকে হাজার হাজার টাকা, লাখ টাকা ও কামাই কেউ কেউ। ফলশ্রুতিতে যা হবার তাই হল, যুবক রা স্কুলের চেয়ে টং দোকানে জুয়া খেলাকে মন দিয়ে করে। আর আমরা সবাই চিল্লায় বিপিএল, আইপিএল- এর থীম সং, অমুক শিল্পি আসছে, তমুক এ গান করছে।
আমার সেই প্রিয় ক্রিকেট আর প্রিয় নাই। ক্রিকেট কে আমি এখন ঘৃনা করি। কারন ক্রিকেট আমাকে জুয়ারী উপহার দিচ্ছে। মা-বাবা ছেলেদের আর পড়ালেখা করতে বলে না। যে কোন ভাবে টাকা ঘরে আসলে হলো। নীতি কথা আজ বই পাতায় বন্দি, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা আর নাই।
এ সমাজ কে কি বলবো। আমাদের ভবিষ্যত কোথায়। সাময়িক ভোগ আমাদের কই নিয়ে যাচ্ছে? আমরা মানুষ আছি তো। নাকি মানুষ নামে সার্কাস এর প্রানীতে পরিনত হয়ে যাচ্ছি।
একখন আমার বন্ধুদের আড্ডা দেওয়া সময় নাই। এখন প্রতিটা মুহুর্ত টেনশেন এ থাকে বেটিং এ জিতলো নাকি হারলো। টেনশেন থেকে নেশা। নেশা থেকে অতল গহব্বরে। এটাই এখন আমার অঞ্চলের যুব সমাজের ভবিষ্যত। যার কথা ভাবলে শিহরে উঠি।
এ জন্য আমি বিপিএল/আইপিএল নামক জুয়া খেলা কে ঘৃনা করি। হ্যা আমি ক্রিকেট কে ঘৃনা করি।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৩৬