এই রাত ঘুম চোখে জেঁগে থাকে নিতো
দেহ রেখে পৃথিবীর পর,
স্বপ্নঘোরে বহুরুপ ধরে
এলো কাছে রাতভর ।
জোঁনাকিরা এসে দিশাহীন বেশে খুঁজে গেল,
কি সেই ধন দেহের উপর?
পাওনায় থেকে নির্ভর ।
চুপমেরে বসে দেখি প্যাঁচার চোখের ফাকে-
ইদুরের দৌড়ঝাঁপ;
গভীর অন্ধকারে গভীরের ছাপ ।
কিছু দুর থেকে বায়ু নিয়ে এল কিছু ফল
ঢের বোঝা গেল ফুল ফুটে সারা-
ঝরে যাবে রাতের দেহে হয়ে আত্মহারা,
তবু সেই চোখে শিশিরের জল।
রাতের না বলা কথা আড়ালের শত ব্যাথা
গুপ্ত সুখ কত কোলাহল -
রাত ভাঙা রাতে আমার সাথে
ক্ষত চাঁদ মিটি মিটি তারা উজ্জ্বল।