মৃন্ময় মেয়ে মৃত্তিকা ভালবেসে
বীজ বুনে ছিলে ভরে বুক,
শস্য ফুলের রোদে দিন গড়িয়ে শস্য
যখন নত মুখ;
কৃষকের ললাট জুড়ে তুমি হলে সুখ।
তারপর তুমি গেলে চলে
মৃত্তিকা রেখে আগাছার কোলে,
আজ সেই বুকে খুঁড়ের ক্ষত চিহ্ন
তোমার কথা বলে।
কত কথা আজ-
সরিষা ফুলে হলুদ হয়ে গেল!
কত কথা আজ তুলছে হৃদয়-
কত ব্যথা পাঁকা ধান হয়ে দেখা দিল।
তবু যদি কোন দিন রাখালের সাথে দেখা হয়-
মাঠের ওপারে;
ডাঁট চোখে বিক্ষেপ করো সে সময়-
যদি কোন দিন সময় নষ্ট হয় তোমার কালের খেয়ায় -
তবে এসো ফেরাবে না মৃত্তিকার বুক,
তোমার শস্য তোমার জন্য উন্মুখ।