আমার বন্ধু এবং কবিবর সুমন কুমারের লেখা একটা কবিতা-
সবাইকে পড়ার জন্য অনুরোধ করছি সাথে মন্তব্য করে মহিমান্নিত করবেন কবি কে-
জিৎ,
আপনার সাথী কম্পিউটারস-
দোকান টা আমাকে ঠিক ভুলে গেছে;
আপনার কম্পিউটারে -তাসের গেমস গুলো আজও কি আছে?
ঐ চেয়ার টি কি আজও ফাঁকা থাকে,
যেখানে আমি বসতাম,
আজ কেউ বসে।
আজও কি মান্না দের গান শুনেন?
নাকি সব বদল করেছেন রবীন্দ্র গীতে-
জানি আপনি পড়ে নেই- চলে যাওয়া শীতে।
আমিও তাই;
তবু আমার একলা দহনের তীব্র দিনে,
আপনার দোকানে,
আমার ছিল ছিরে আসা কিছু সুখ
আজ স্মৃতি নিয়ে আসে তার কিছু দুখ।
ছাইদানি কি আগের টাই আছে,
ভরে ওটার পেট নিয়ে
সিগারেটের ছাই, মোথা সিগারেট।
সিগারেটের সেই প্যাকেট,
দিয়াশলাই মনে পড়ে;
ধূমপান করি- নাকে সেই গন্ধ পাই।
সেই দিনগুলো দিনের মোড়কে বন্দী হল
সাথে ছুটি নিয়ে গেছে
হাসি তামাশার হাট বেলা,
আজ কোথায় জীবন –
কোথায় যাচিছে মেলা।
সনজিত,
আপনার দোকান ঘর আমার দীর্ঘ সময়ের
একাকীত্বের সঙ্গী ছায়া পাতা,
শোধ হবেনা যতই করুন জীবনের হালখাতা।
জীবনের হালখাতা
সুমন কুমার