কত বার নোনা সমুদ্রে ভেসে গেছি তুমি জান!
ভেবেছি হৃদয়ের সব রঙ একেবারে ফেলেছি -
অতীত ইতিহাস চোরের কাছে,
আর কোন রঙ নেই;
প্রতিকৃতি হৃদয় আজ কেবল অন্ধকার।
মানে নেই আর কোনদিন ডুবে মরার।
আমি পারিনি -
হৃদয়ের ও কূল থাকে;
সমুদ্র যেমন সৈকতে ঠেলে দেয় বার বার ঢেউ -
সময়ে ফিরে আসে
জীবনে ফিরে আসে,
আনন্দে আসে আঁধারে ফিরে আসে কেউ।
তুমিও তো জান;
অপেক্ষার বিষাক্ত নিঃশ্বাস টেনে হৃদয় করে মৃত্যু বরণ -
তবু,তোমাকে অপেক্ষার বাইরে বার বার করেছি গ্রহন।
আর কত আরও কত!
হৃদয়ের পথে
কষ্টের শবযাত্রা রাত থেকে দিন..........
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৭