তোমাকে রেখেছি যখন যেখানে
ইচ্ছা মিলন কাননে,
তুমি ছাড়া ফুল ফুটে করে ভুল
বসন্ত বায়ু ফাগুনে।
চোখে কোন রঙ লাগে নাকো ভাল,
হৃদয় উঠান পায় নাকো আলো;
কেবল অন্ধকার -
ঘুমহীন রাত চলে গেছে, জীবন গেছে রাত জেঁগে কতবার।
তবু সেই সব একা রাতে -
কত কথা কত ব্যথা হৃদয় পাতে
করে গেছে প্রেমালাপ;
লেখনির কালোতে হৃদয়ের তাপ।
সেই উষ্ণ শিহরে তোমার
আমার চোখের আহার,
জেঁগে আছে অনাহারে অনিদ্রায় কতকাল - ইচ্ছার ফল;
মায়াবতী রুপ,হরিণী চোখ টোপা টোপা গাল।
তোমার ভাঙে নাকো ঘুম
হৃদয় ভাঙার শব্দ জাঁগাতে পারেনি বহুবার -
কত কথা মরে গেছে কত কথা গোপনে
কত কথা আছে বলবার।
এভাবেই পার হয়ে যায় জীবন, ভরে বালুচর;
চোরাবালি ঘুম নিয়ে এলে ঘুমানোর থাকে নাকো ঘর।
সেই থেকে ঘর ছাড়া আমি যদিও ঘরের নেশা দামি -
সঞ্চিত সেই হৃদ অমূল্য ধন
কোথা যাবে কোথা থেকে পেতে তার মন।
ঘুরে ঘুরে হল সারা সব স্বপ্ন আপন
মিছামিছি পুড়ে যায় মাটির বদন।
তাই আর ফোটে নাকো নবরুপে ফুল
ঝরাফুলে ঝরে গেছে শত শত ভুল -
তবু আশা যদি আসে বেণী বাঁধা চুল
ফোঁটাব হৃদয় ঘাটে বাতাসে বকুল।
আশার আঁধারে হৃদয় বুলবুল
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৯