দিনের দুঃখ ভুলে যাওয়া দিনে আমি একদিন,
বনের পাতার সাথে দুলে গেছ-
খেলে গেছি জীবনের লুকোচুরি;
সূর্যের আলো মেখে জ্বলে,
যে যাইনি তা নয়-
বেশ ছিল তার ঝিকিমিকি।
তবু তো একদিন!
বাতাসের সাথে ফুলের মধ্যে দেখেছি-
সুবাস ছন্দ হারালে জীবন গন্ধহীন;
তবু তো একদিন গোধূলির প্রান্তে-
রেখে যায় ছায়া সীমাহীন।
সেই ক্ষণে গিয়েছে মন সীমানা জেনে
ঝরা পালকে,
রেখে গেছে ঝরে যাওয়া দিন -
এক গগন অঞ্জন মেঘে
বৃষ্টি শেষে রামধনু -
রেখে গেছে রঙে ভরা সিন।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৮