যখন তুমি আমারি না,
এসো একদিন ---
রাতের আকাশে তারাদের সাথে-
জ্যোৎস্নালোকে ফুল হয়ে ফুটি সারারাত;
এক পৃথিবী চাঁদের বুকে-
দুই হৃদয়ের আহত দুঃখ --
চাঁদের পাহাড়ে চাঁদের গর্তে অংকিত হয়ে পড়ে থাক;
গ্রহ থেকে গ্রহান্তরে বায়ুমন্ডলে -
আমাদের ঘূর্ণন গতি আমাদের আলিঙ্গন প্রেম বিস্তার।
অতঃপর ----
মধ্যাকর্ষন শক্তি,
আবার লাল কালো পৃথিবীর বুক;
নিউটনের একটি আপেলের মত দুই হৃদয়ের বুক চিরে-
একটি নিথর আপেল, কীটপতঙ্গের খাদ্য হয়ে-
আমরা আর নাই;
এবার চলো, পৃথিবীর বাইরে বিভেদহীন
সৌরজগত হয়ে যাই।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২০