বুভুক্ষু আমি এক;
কত শত বার নরম রোদেলা সকাল খেয়েছি -
তপ্ত দুপুর, পড়ন্ত বিকেল,গোধূলির বুক;
সন্ধ্যা থেকে রাতের অন্ধকার নিয়ন আলো, রাতের শহর।
বিষন্ন সময় ধরে পৃথিবীর দুঃখ গিলে দেখেছি -
আসেনি একটিবার তৃপ্তির উদগার,
বীতশোক দুনিয়া অবাক।
তারপর আরও কত কিছু -
তবু বুভুক্ষু আমি।
মাঝে মাঝে মনে হয় টপ করে পৃথিবী টা গিলে খাই,
হয়ত প্রতিটি মানুষ পারে মন বিস্তার -
একাকাশ মুখ হা করে আজন্ম খুঁজেছি তোমার আকার;
আমার অন্তপুরে কোন এক নারী, জীবিত প্রেমের ক্ষুধা মেটাবার -
বুভুক্ষু আমি;
দেহ আছে মন নিরাকার।