এক জীবনে তোমার অভাব জনম খেল,
চোখ কে দিলাম -
হৃদয় পাড়া খাঁ খাঁ হলো;
দুর্ভিক্ষের দুর্বিনীত থরথরানি আপাদমস্তক অধিকারে
প্রভাব ফেল।
অঙ্কুরিত দিবসগুলো জখম হয়ে
তোমার কাছে যায় না কেন?
অভাব নিয়ে আমার কাছেই ফিরে এলো।
ফিরে এলো গাঁয়ে হলুদ শাড়ীর ভাজে স্বপ্ন ছিরে -
অলক্তরাগ পায়ে তোমার -আমার রক্ত ক্ষরণ হৃদয় রেখে,
তোমার অভাব বুক পাজরে সন্ধ্যা দিয়ে
রাতের বুকে আমার ঘরে আগুন দিলো।
তোমার অভাব
এই জীবনের স্বভাব হয়ে বয়ে গেলো।