নন্দিনী,
কত রাত ব্যথাভার
কত রাত কেঁদে যাই
তুমি বোঝনি.......
কত সরল কবিতা জটিল হয় আষাঢ় -
হয়ে গেছে তুমি ছুঁয়ে দ্যাখনি......
অথচ তুমিই মেঘ,
তুমিই জটিল কবিতার স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের
সমাহারে সরল কবিতার
কবি মন......
অথচ কবিতার মত কবি কে নেই প্রয়োজন।
নন্দিনী,
হৃদয় খেয়ে গেছে একটি শকুনি......
কংকাল সাক্ষী.......
সারাংশের ব্যর্থ দেহ সংসারে;
যদি পার মাটি দিয়ে যেও অস্থির অংঙ্গারে।
শুধু একটি বার সব ফেলে জলের ধারায় নেমে এসো।