সীমান্তে নোঙর আজও হল না গড়া,
জোড়া চোখ কাশবন খুঁজে ছিল যারে
পদ্মার ধারে;
জোড়া জোড়া চোখ চোরা নোঙরের পাড়ে ---
দিয়েছিল অভিশাপ বেদনায় বারে বারে।
চয়নিকা মন ক্ষণচরে ঘুরে ছিল
হৃদয় ছাউনী ফেলে ছায়াময় মনে,
তুমি ছিলে কতদূর দূরালাপনে?
যখন বাস্তব সূর্য মেঘ ভেঙে ছড়ালো কিরণ--
বুঝলাম নেই আর নলিনীর মন,
ছায়াহীন আমি এক;
আম কাননে জ্বলছে মিলনে মিলন।
আমি একা একি জলে পদ্মার গলে
জরায় ধরি আর মরি;
বারংবার তোমায় খুঁজতে গেলে।
সীমান্তে নোঙর ---
দিনমান শেষে আরও পথ বাকি
কতদূর ভোর?