তোমাকে আলোকিত করার অঢেল ইচ্ছে আমার...
তাই আমি কালোই হব;
তুমি না হয় সূর্য হয়ে আমার আঁধার ফুরিয়ে দিও।
আমি না হয় ফুরিয়ে যাব তোমার শুরুর শরৎ কালে..
যাক না জীবন তুচ্ছ এমন, জীবন গেলে কালে-কালে।
তোমার মনের ইচ্ছে আগুন তোমার রুপের অনুমতি..
না হয় আমি জ্বালিয়ে যাব,
যা দিয়েছি আর কি পাব!নেই আর কোন লাভ বা ক্ষতি।
যদি হঠাৎ গ্রহণ লাগে তোমার মনে
তোমার মুখে,
অন্য কারও একটু সুখে;
এখন আমি ভীষন রকম আমার মত একলা থাকি...
না হয় তখন দেখা হবে ভাবনা ফেলে,
মিলে গেলে হব আবার মুখোমুখি,
আবার না হয় আঁধার হব
যদি তুমি হও গো সুখী।