তোমার সংগে যাব যদি যেতে দাও সকাল সন্ধ্যা দুপুর,
আমি শিশির হব যদি হও সোনা রোদ্দুর।
তোমার সঙ্গী হয়ে মেঘের অঙ্গ ছুঁয়ে বৃষ্টি হব
যদি বাঁজে তোমার পায়েতে নূপুর ---
জল হব যদি হও শান্ত পুকুর।
তোমার সংগে যাব খা খা রোদে,
ছায়া হব যদি পোড়ে শরীরে তোমার ভরা দুপুর;
বাতাস হব যদি দাও হাসি মধুর।
তোমার সংগে যাব সন্ধ্যার পাখি হব
যদি ঘরে ফিরে এসো তুমি;
আমি রাত হব
যদি ঘুমাও তাকিয়ায় চুমি।
তোমার সংগে যাব আমার মরণ হব
যদি জীবনে জন্মের মুখ দেখ তুমি।