কার জন্য গেল চলে এতকাল!
শঙ্খচিল হয়ে মন আকাশে মাতাল;
কার জন্য এত অপেক্ষা প্রহর হৃদয় কারাগারে..
কার জন্য এত আয়োজন সে কি তা জানে?
কার জন্য এখনও সকাল,
হয়ত বিকাল;
আমি চিরকাল ভার বয়ে নিয়ে যাব..
কার জন্য মুক্ত চোখে মুক্তি মেলেনা আজও।
কার জন্য
নতুন করে নব্য কবিতা সাজাবো।
কার জন্য আর কাঁদিনা আর ভাবি না,
মিছেই মরণ বিনা মরে মরে যাব;
কার জন্য আবার আমি আমায় ফিরে পাব।
কার জন্য কেউ কি জান?
কার জন্য হাহাকার?
কার জন্য নষ্ট মনের বসন্ত বারবার।