হয়নি বলা আজও আছি তোমার প্রেমে..
যাচ্ছে আমার কোন রকম জীবনযাপন,
সন্ধি করে নিয়েছি আমার দুঃখগুলো,
তুমি নেই,তোমার দেয়া সব কিছুকেই আগলে আছি মনের মতন।
শুধু সেসব স্মৃতিগুলো আজও শানায়
হৃদয় কাটে...
হঠাৎ হঠাৎ ভীষণ রকম রক্তক্ষরণ ;
সেই গোলাপে আজও আমি জ্যান্ত আছি,
হয়নি আজও ইচ্ছে পূরন।
হয়নি বলা হবেও নাকো পৌষ বিকালে,
দূর্বাঘাসে বাদাম ফেলে
তোমার আমার নড়নচরন;
হয়নি আজও গল্প ডাঙার মাঠ পেরিয়ে
রাতের বুকে,
রাত পাহারার কোন কারণ।
জীবন ভরেই করে গেলে কত বারণ,
হয়নি বলা...
আর হবে না যাকনা চলে যাচ্ছে জীবন যখন যেমন।