বড় নিঃসঙ্গ লাগে মাঝে মাঝেই,
পলাতকের মত পালিয়ে চলে যায় সময়..
দীর্ঘশ্বাসে ধুকে উঠে যে জীবন তার ভীতর,
কোন ছায়া নেই সেখানে
কেবল অপরাহ্নে নেমে আসে নিজের শরীরে নিজের পলক;
কেবল ভ্রান্ত হৃদয় গোলক ধাঁধাঁয় বিমূর্ত জ্যান্ত পড়ে থাকা শোক।
এ নিয়তির নকশা কেউ বদলায়নি,
ঘুরে ঘুরে দূর দূরান্ত নকশা নিয়েছি টেনে......
সেই পথে কত জন যায় আসে,কেউ আসেনি নেমে।
তবু রোজ পথে চেয়ে আছি
কেউ যদি রাখে চোখ,
চোখের নীচে দেখে কালি...
তার জন্য নিঃসঙ্গতার কঙ্কাল হয়ে বেঁচে আছি।
শুধু হৃদয়ের প্লাবনে তার সাথে মিশে যাব বলে।