এক হাতে তুমি এক হাতে জীবনের ভার...
হাত বদল হয় বটে রক্ষা মেলে না তার।
ভারের ধার জীবন যাচ্ছে কেটে
তাই হাত দুটি যায় খেটে,
কখনও কখনও হয়ত কিছু পাওয়া
তার মাঝে বেঁচে থাকার আশা..
তুমিও তেমন এমনি সবার ফল;
হাতড়ে দেখি তবু....
জীবন গেল জীবন গেল এমন কোলাহল।
তাই তো সখি ;এবার হাতে নিলাম তোমার হাত...
যাক না জীবন যখন যেমন, তুমি রেখ
আগলে আমার হাত..
হোক না জীবন আঁধার কালো আসুক নেমে রাত।
হাত দিয়ে যাব কষ্ট ঠেলে..
দুঃখ তখন থমকে গিয়ে হবে কুপোকাত।
চলো, সামনে চলি
দাও দু'খানি হাত।