তোমাকে নিয়েছি মনে তা মেনেই তো মরেছি....
কত রাত, কত গুদাম অন্ধকার, এ এক চতুর সময়ের সংসারে;
তাই তো সংসারের সঙ্গ পেয়েও আমি পাইনি।
আমি সময়ের অন্তরঙ্গ ভাবে তোমাকে ভাসিয়ে নিয়ে যাই, সেই কবেকার আদিকালে..
সত্য,প্রেম আর সময়ের বিপিন বাতাসে বাসগৃহে।
আমি উপলব্ধি করে দেখেছি- তুমি, আমি আর আমরা কত পুরনো;
অথচ একি অদ্ভুত নতুনের সকাল বিকাল সাঝের মাঝ দরিয়ায় নৌকা বিলাস।
এও মনে হয় এই বুঝি তলিয়ে গেলাম..
যখন দেখি তুমি নেই , প্রকৃতির বিমুখীতা আর বিরহ দারুন...
তখন স্বরূপ দেখি তোমার,আহা;আমার কি ভীষণ নিয়তি!
এ জন্মের ভীতর তোমাকেও ঠিক মনে নিয়েও মনে বাঁধতে পারিনি..
এ আমার এক জন্ম পাপ,
আর আমার বাহিরে বিলাপ।