অনেক দিনের ইচ্ছা ছিল পরিবারের সবাইকে নিয়ে ভ্রমণ করার। এবারে সবকিছু মিলিয়ে সুযোগটা হয়ে গেলো। টিমে ১০ মাস বয়সী সন্তান থেকে শুরু করে ৬০ বছর বয়সী মাসহ মোট ১১ জন সদস্য ছিলো। তাই স্থান নির্বাচনে চিন্তা-ভাবনা করে সব শেষে সেন্টমার্টিনকেই বেছে নেয়া হলো। সময়টা ৮-১৩ ফেব্রুয়ারি, ২০১৬। এসময়টা না শীত না গরম-যা সকলের জন্যই সহনীয়। সব কিছু গোছগাছ করে যাত্রার সময় ৮ ফেব্রুয়ারি রাত ৯:০০ টা। যাত্রা শুরু কল্যাণপুর, ঢাকা থেকে।
[link||সেন্টমাটি'ন যাবার পথে] [link||জাহাজ থেকে নামার সময় সেন্টমাটি'ন] [link||প্রবাল বিছানো বিচ] [link||এরকম কেয়া গাছের দেখা মিলবে সেন্টমার্টিনে] [link||সমুদ্রবিলাস এখন পর্যটকদের জন্য ভাড়া দেয়া হয়] [link||সেন্টমার্টিনের অভ্যন্তরে জেলেদের বসবাস এভাবেই চলে] [link||হোটেলের বেলকুনি থেকে সমুদ্র দর্শন] [link||জুনিয়র পর্যটকের দোল খেতে খেতে সমুদ্র উপভোগ] [link||বীচে ঘরবাড়ি বানানোর মজার চেষ্টা] [link||সামুদ্রিক মাছ শুটকি করা হচ্ছে]
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৭