আলোর বিচ্ছুরণটার এই ধীরে ধীরে ক্ষয়ে যাওয়াটায় অদ্ভুত এক ঘোর লাগে চোখে,
এই মাদকতায় অন্তলীন হওয়ার ইচ্ছে জাগে মনে।।
চোখের কর্ণিয়টা মুর্হূতেই সলাজ সজল হয়ে ওঠে,
পুরোন স্মৃতির পাতাটা জ্বলজ্বলে হয়ে ওঠে চোখের মণিকোঠায়।।
এই টিমটিমে আলোয় ঝলসে যাওয়া কথাগুলো,
আবারো ঝাকিয়ে তোলে মগজের নিউরনগুলো।।
হাসহেনার গন্ধে জড়ানো কিছু বিমূর্ত মুর্হূত প্রাণ খুঁজে নেয়,
আলাপে রঙিন প্রতিশ্রুতে জড়ানো সরস কাব্যের মন জাগানিয়া দিনের শেষে।।
কিছু অমীমাংসিত অনুভূতির আবছায়া পথ আগলে দাড়ায়,
কবিতার হাতে সপে দেয়া অনুভূতিগুলো,
আজ পুরোনো গানের সুর হয়ে সেই পথচলার সঙ্গী হয়।।
চুপকথার সেই বোবা অক্ষরগুলো শব্দের প্রতিক্ষায় কিছু ভাবুক মুর্হূত হয়ে নৈঃশব্দতায় ডুবে যায়।।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:০০