প্রারম্ভিকাঃ
১৯৪৬ সালের ১৬ই মার্চ তিনি জন্মগ্রহণ করেন।তাকে আমরা সবাই একজন আধুনিক বাংলা গানের শিল্পী হিসেবেই চিনি।এছাড়া তার অন্যান্য পরিচয়ের মধ্যে উল্লেখযোগ্য হল তিনি একজন গীতিকার, গিটারিস্ট, কবি, সাংবাদিক, রাজনীতিবিদ, টেলিভিশন উপস্থাপক এবং একটু আধটু চলচ্চিত্রাভিনেতা।তিনি ২০০৯ সালের মে মাস থেকে ভারতীয় পার্লামেন্ট এর ১৫ তম লোকসভার একজন সদস্য।তিনি যাদবপুর আসন থেকে তৃণমূল কংগ্রেস এর ব্যানারে নির্বাচিত হয়েছেন।
তার আসল নাম ছিল সুমন চট্টোপাধ্যায়। তিনি ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং কবির সুমন নাম নেন।
তিনি ৯০ এর দশকে "তোমাকে চাই" এবং "বসে আঁকো" এলবাম দুটি দিয়ে জনপ্রিয়তা অর্জণ করেন।
সুমনের সঙ্গীত জীবনঃ
সঙ্গীতে তার প্রাথমিক শিক্ষা ছিল মূলত ভারতীয় ক্লাসিক্যাল মিউজিক এবং রবীন্দ্র সঙ্গীতের উপর।তিনি ওয়েস্টার্ণ মিউজিকের ভাবধারা আত্মস্থ করেন দেশের বাইরে থাকাকালীন সময়ে।১৯৭৫ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ব্রডকাষ্ট সাংবাদিক হিসেবে তিনি জার্মানি'তে থাকেন।সেখানে তিনি "জার্মান ইন্টারন্যাশনাল রেডিও"তে কাজ করেন।এছাড়া তিনি আমেরিকা ভিত্তিক "ভয়েস অব আমেরিকা" এর বাংলা সার্ভিসে কাজ করেন। "জার্মান ইন্টারন্যাশনাল রেডিও"র সাথে তার দ্বিতীয় চুক্তির মেয়াদ শেষ করেন ১৯৮৯ সালে এবং কলকাতায় ফিরে আসেন।তিনি তার প্রথম এলবাম "তোমাকে চাই" বের করেন ১৯৯২ সালে।তখন থেকে আজ পর্যন্ত ১৫'টির ও অধিক এলবাম তিনি বের করেছেন।
তার সমকালীন সামাজিক সচেতনতার গানগুলি বাংলা আধুনিক, ওয়েস্টার্ণ ফোক এবং প্রতিবাদী সঙ্গীতের সম্মিলিত মূর্ছনায় স্পষ্ট।বাংলা গানের উন্নয়নেও তার রয়েছে অপরিসীম অবদান।তার প্রচলিত ধারার মাধ্যমে বর্তমানের বাংলা গান ছন্দে ফিরেছে বেশ খানিকটা।"চন্দ্রবিন্দু"র মতো ব্যান্ডগুলোও তার ধারায় প্রভাবিত। আসলেই তিনি বাংলা গানে এক ভিন্নধর্মী প্রবল গতির সঞ্চার করেছেন।
সুমনের প্রভাবঃ
বাংলা গানের ক্ষেত্রে "জীবনমুখী" গানের বিশেষ ধারাটা সৃষ্টিতে সুমনের অবদান অনবদ্য।তাকে "নাগরিক কবিয়াল" নামেও ডাকা হয়।
সুমন নিজে অবশ্য "বব ডিলান" দ্বারা প্রভাবিত।ডিলানের প্রভাব তার প্রথম দিককার এলবাম গুলোতে বিশেষ করে এলবামগুলোর সঙ্গীতায়োজনে এবং যন্ত্রানুষঙ্গে পরিলক্ষিত হয়।বিশেষ করে শুধুমাত্র একটি গিটার এবং মাউথ অর্গান এর মাধ্যমে গান গাওয়াটা।এতে অবশ্য দুটো যন্ত্রই তিনি নিজে বাজাতেন।পরবর্তীতে আর সঙ্গীতায়োজন আরো সমৃদ্ধ হয়েছে নানা ভাবে, নানা কারনে।
"নচিকেতা", "অঞ্জন দত্ত", "লোপামুদ্রা মিত্র"র মত বর্তমান সময়ের বেশ কয়েকজন প্রতিভাবান গায়ক কাম গীতিকারের উপর সুমনের প্রভাব বেশ লক্ষ্যনীয়।
সুমনের রাজনীতিঃ
২০০৬ সালে সুমন যখন নন্দীগ্রামের ভূমি আন্দোলনে যোগ দেন, তখন থেকেই তিনি মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস'র সাথে কাজ করে আসছেন।নন্দীগ্রাম ভূমি আন্দোলন নিয়ে তিনি "নন্দীগ্রাম" নামক একটি এলবামও করেছেন।
তৃণমূল কংগ্রেস তাকে ২০০৯ সালে অনুষ্ঠিত ভারতের লোকসভা নির্বাচনের মনোনয়ন দেয়।যাদবপুর আসন থেকে সুমন প্রতিদ্বন্দীতা করেন।নির্বাচনে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দী সি.পি.এম. এর সুজন চক্রবর্তীকে ৫৪ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন।
সুমনের ব্যক্তিজীবনঃ
সুমন জীবনে ৫ বার বিয়ে করেছেন বলে জানা যায়।তিনি নিজের স্বীকারোক্তিতে নিজেকে অজ্ঞেয়বাদী,নাস্তিবাদী,নৈ্রাজ্যবাদী বলে উল্লেখ করেন।
বাংলাদেশের প্রখ্যাত কন্ঠশিল্পী, মিষ্টি কন্ঠের গায়িকা হিসেবে যার সমধিক পরিচিতি সেই সাবিনা ইয়াসমিন তার বর্তমান সহধর্মীনি।
সুমনের একক এলবাম সমূহঃ
* তোমাকে চাই(১৯৯২) - HMV
* বসে আঁকো (১৯৯৩) - HMV
* ইচ্ছে হলো (১৯৯৩) - HMV
* গানওয়ালা / সুমন দি ওয়ান ম্যান ব্যান্ড (১৯৯৪)- HMV/EMI
* ঘুমাও বাউন্ডুলে (১৯৯৫) - HMV
* চাইছি তোমার বন্ধুতা (১৯৯৬) - HMV
* জাতিস্মর (১৯৯৭) - HMV
* নিষিদ্ধ ইস্তেহার(১৯৯৮) - HMV
* পাগলা সানাই (১৯৯৯) - HMV
* যাবো অচেনায়(২০০১) - HMV
* আদাব (২০০২) - HMV
* রিচীং আউট(২০০৩) - Kosmic Music
* দেখছি তোকে (২০০৪) - Cozmic Harmony
* নন্দীগ্রাম (২০০৭) - Cozmic Harmony
*রিজওয়ানুর বৃত্ত (২০০৮ )- Unknown
* প্রতিরোধ(২০০৮) - Cozmic Harmony
*গানওয়ালা ঢাকায়(২০০৮)-CHIRKUT
আমার কথাঃ
সুমনের মত মানুষকে নিয়ে লিখে শেষ করা আমার অসাধ্য।তাও কিছুটা লিখলাম।আশা করি আপনাদের ভালো লাগবে।আর সুযোগ পেলে পরে আরো লেখার ইচ্ছে রইল।ভবিষ্যতে তার সমস্ত কাজ নিয়ে লেখার ইচ্ছা আছে।জানিনা পারব কিনা তবে পারলে ভালোই লাগবে।
শেষ কথাঃ
বাংলা গানের ক্ষেত্রে সুমনের অবদান কেউ কোন কালেও অস্বীকার করতে পারবেনা।নাগরিক সমাজের জন্য তার কাজগুলো তাকে বানিয়েছে নাগরিক কবিয়াল।তার গানগুলো শুনলে মনে হয় আমাদের অন্তরের কোন এক স্থান থেকে উৎসরিত গানের প্রতিটি শব্দ।আবার কখনো তার উদার কন্ঠের গান ছুঁয়ে যায় আমাদের হৃদয়ের প্রতিটি স্পন্দন।
জানিনা এমন মেধাকে নিয়ে আমার এই লেখাটা কোনপ্রকার ঔদ্ধত্য হিসেবে মূল্যায়িত হবে কিনা।আশা করি না। তাকে ভালোবেসেই আমার এই ক্ষুদ্র চেষ্টা।আপনাদের ভালো লাগলেই স্বার্থক।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:৪৩