একটানা ২৯ দিনের রোজার পর অবশেষে আসলো অপেক্ষামান ঈদ। এই একদিনের জন্য মানুষের অনেক পরিশ্রম,অনেক প্রস্তুতি.... হিন্দু,মুসলিম, খ্রিষ্টান নির্বিশেষে সবাই মিলে এই একদিনে মানুষকে সাজানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে আসছে।মেয়েদের দোকানের কথা তো বলাই যায় না.... "ভাইয়া, এই ওড়না দেন ""ভাইয়া,এই কালার না,অন্য কালার ""এরকম না,ঐরকম " আরও কত কি!!!!! দোকানের ছেলেগুলাও ব্যস্ত হয়ে যায় ওদের "আপা "দের কে সাজানোর জন্য। অনেক দরিদ্র মানুষের মুখে হাসি ফুটায় অনেক মানুষ এই ঈদকে কেন্দ্র করে। সম্পূর্ণ দেশ যেন ব্যস্ত হয়ে উঠে নিজেদের সাজানোর জন্য!! সবার অপেক্ষা,কবে আসবে ঈদ,কবে আসবে!!!?? অবশেষে এই ঈদ আসলো। কত কষ্ট করে মানুষ বাসায় যায় এই দিনটা নিজের আপন মানুষের সাথে কাটানোর জন্য!! বড় ভাই যখন নিজের বোনাস এর টাকা দিয়ে ছোট বোন এর জন্য একটা সুন্দর জামা আনে,তখন কত আনন্দ টাই না লাগে ওই পিচ্চির।আবার যখন ২৩ ঘন্টার ভ্রমণ করে ছেলে এই ঈদের জন্য বাসায় আসে,তখন মা কি রান্না করবে আর কি করবে না!! কিছু কিছু মানুষ নিজের পেটের দায়ে একাই পালন করে এই ঈদ,কিন্তু এর মাঝেও অনেক আনন্দ থাকে,যা বলে বুঝানো যায় না। অবশেষে এটাই প্রার্থণা করি যেন,সবার ঈদ যেন খুশির সাথেই যায়।সবাই যেন নিজেদের রঙে রাঙিয়ে দিতে পারে এই ঈদ।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৫ রাত ১১:০৯