ইউটিউব আসলেই ব্লক কিনা বলতে পারছিনা, তবে আই.পি. দিয়ে সরাসরি এক্সেস করা যাচ্ছে।
ব্রাউজার এর এড্রেসবারে লিখুন http://208.117.236.69/
সরাসরি ইউটিউব পাবেন। কোন প্রক্সি লাগবে না।
আসলেই youtube.com ব্লক কিনা সন্দেহ আছে। কারন tracert command ব্যবহার করে কোন broken link পাই নাই। ডোমেইন নেইম দিয়ে tracert করেছি, আই.পি. দিয়ে না। কাজেই ডোমেইন ব্লক বলে মনে হচ্ছেনা।
এছাড়া, ডোমেইন নেইম দিয়ে ব্রাউজ করতে চাইলে কিন্তু রেসপন্স কোড ৪০৪ পাইনা, পাই ৩২০
Error 320 (net::ERR_INVALID_RESPONSE): Unknown error.
=====================
সংযুক্তি:
আই.পি. দিয়ে সাইট পাবেন, কিন্তু ভিডিও দেখতে পারবেন না। কারন ভিডিও প্লেয়ার ডোমেইন দিয়ে স্ট্রীম করতে চেষ্টা করে....

সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০০৯ রাত ৯:০৮