আমার প্রথম খন্ডকালীন চাকুরীর প্রচেস্টা
ঘটনাটি ছয় বছর আগের। ভার্সিটির নতুন ছাত্র। টিউশন তখনও যোগার করা হয় নাই। হঠাৎ একদিন পত্রিকায় নজরে আসলো একটি ডাটা এন্ট্র অপারেটর নয়োগ বিজ্ঞপ্তি। একটি ঠিকানা দিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তির শেষে অনভিজ্ঞদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে। যেন আমাকেই খুজছে তারা!
দ্রুত সেটি ছিড়ে নিলাম,... বাকিটুকু পড়ুন
