হঠাত হঠাত বুকের ভেতরে যেন অনেক খানি বাতাস এক সাথে ঢুকে যায়। তখন চোখে যাই দেখি চারপাশটা ভীষণ রকম ফাকা লাগে। নিজের ঘরে চার দেয়ালে বন্দী এই আমার মধ্যে একটা কেমন খালি - খালি অনুভূতি হয়, যেন আমি হাটতেছি একটা পথে তাকে অনুসরন করে, কিন্তু হঠাত আবিষ্কার করি যার পিছু হাটছিলাম...সে আর এই পথে নাই।
আর এই আমি তখনও ওই পথটা দিয়েই হেটে চলি, ও নাই এই পথে, কিন্তু একটা সময় ছিল সে এই পথটায়, তার গায়ের একটা গন্ধ এই পথ জুড়ে আছে... শুধু এইটুকুই আমার ওই ভূল পথটায় হেটে চলার জন্য যথেষ্ঠ... আমার এমন মনে হয়।
স্বপ্নের শুরুতে তুমি, কিছু দূরও ছিলে তুমি, মাঝপথে চলে গেলে শেষটা করবে কে,
শুরুটাতে ছিলে তুমি, এই কি বেশি নাহ ?...
তপুর একটা গানের কিছু শস্তা লাইনের সাথে যখন লাইফটা মিলে যায়, তখন নিজেকে খুব তুচ্ছ, খুব সামান্য কেউ মনে হয়, যে কিনা পথ হারিয়ে দিশেহারা দৃষ্টিতে এদিক ওদিক করলেও তাতে এই পৃথিবীর কারো কিচ্ছু যায় আসে না। মে বি, এই গাধার জন্মই হইসে উদভ্রান্ত হয়ে একটা ভূল পথের মাঝামাঝি এসে আটকে যাওয়ার জন্য,..
এক এক বার ঐ পথটা ভুল জেনেও, প্রচন্ড ইচ্ছে হয় পথের শেষ পর্যন্ত হেটে যেতে...যদি ওই ভূল পথের শেষে ভূল করে হলেও তার দেখা পাই।
...কি জানি, এমন আজব সব অনুভূতি খুব তিব্র হয়ে মনে ঘুরে বেড়ায় আজকাল। এতটাই তীব্র হয় যে, আমি এক সময় আবিষ্কার করি বুকের ব্যথায় বেকে গিয়ে প্রায় কুজো হয়ে বসে আমি ল্যাপটপে এইসব হাবি-জাবি কথা টাইপ করতেসি।
কি-যে করি, কই যে যাই...
জীবন কখনো কখনো ভূল মানুষকে অপরিহার্য করে তোলে। নাহ, ভুল বলে ফেললাম ভাই।
মানুষটা একদম ঠিক, আসলে মময়টা ভূল।
কিচ্ছু জানিনাহ।
রাত ১.৫৫,
২২.০৬.১৩