অসংখ্য অনিয়ম চোখে পড়লোঃ
১.পুলিশ লাঠিচার্য করে বার বার লাইন ভেঙ্গে দিচ্ছিলো। এতে যা হলোঃ কেউ ১২-১৩ ঘন্টা লাইনে দাঁড়িয়ে পুলিশের লাঠির বাড়ি খেয়ে চলে গেলো লাইনের একদম শেষে আবার কেউ ২ঘন্টা লাইনে দাড়িয়ে চলে গেলো সামনে!!
২.টিকিট দেয়ার প্রক্রিয়াটি ছিলো অত্যন্ত ধীর। দুপুর ১টা পর্যন্ত টিকিট পেয়েছে মাত্র ১৫-২০ জন।
৩.টিকিটের লাইন ছিলো ৩-৪টা। কোনটা যে অরিজিনাল লাইন বোঝার ঊপায় নেই।
বেলা ৩টা পর্যন্ত টানা ৭ ঘন্টা লাইনে দাড়িয়ে থেকে যখন দেখলাম আমার সিরিয়াল ৩০০ জনেরও পরে, আজকের মতো টিকিট পাবার আশাটা ছেড়ে দিয়ে লাইন থেকে বেড়িয়ে এলাম।
মেজাজটা গেলো বিগড়ে...তারপর মাথাটা ঠান্ডা করতে চলে গেলাম আর্মি স্টেডিয়ামে জেমস আর এলআরবি’র কনসার্টে।
সবশেষে যা মনে হলো টিকিট কেনার পুরো প্রক্রিয়াটি লটারির মাধ্যমে করা যেতো। এ ব্যাপারে বিস্তারিত আছে আবু সালেহ সুমন ভাই এর এই পোস্টটিতে ।
...যাইহোক কাল আবার যাচ্ছি টিকিটের আশায়। দেখি কি হয়...
এই পোষ্ট এর সাথে যে কথা গুলো যোগ না করলেই নয়...
অনেক কষ্টের পর অবশেষে টিকিট পেলাম...আর স্টেডিয়ামে আমার ৩২ দন্ত বিকশিত ছবি
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১১ রাত ৩:৩৩