এটাই ছিলো নাজিমুদ্দিন সামাদ ভাইয়ের শেষ স্টেটাস। জানিনা সামাদ ভাই, তুমি কখনো বিচার পাবে কিনা?
কেউ পাই নাই। অভিজিৎ দা, বাবু ভাই, নিলয় নীল, অনন্ত বিজয়, রাজিব ভাই, কেউ বিচার পাই নি। এক শ্রেনীর মানুষ তোমাদের মৃত্যু খবর পেয়ে বলে, ভালো হয়েছে। তারা কি মানুষ? আমি তাদের চোখে আঙ্গুল দিয়ে বলে দেই, এই তোমাদের গণতান্ত্রিক মনভাব, এই তোমাদের মানবতা। আর তোমাকে মেরে যেসব শুকর শাবক নিজেকে খুব পালোয়ান ভাবছে, তারা মোটেও পালোয়ান না। তারা কাপুরুষ।
যুক্তির বেড়াজালে যারা মৃত, যাদের মাথা আছে, অথচ মস্তিষ্ক বলে কিছু নেই। এতো হীন মানসিকতার বিশ্বাসকে যারা এখনো মনে লালন করেই ক্ষান্ত হয় নি, তাকে ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে, আমাদের সমাজের আনাচে কাঁনাচে, হত্যা করছে মানবজাতির মানবতাকে।
আগেও তোমাদের বলেছি, যদি পুরুষ হয়ে থাকো, তবে কলমের জবাব কলমে দাও। আর যদি সত্যিই শুকর শাবক হয়ে থাকো, , আমরা তো আছি। আমরা চুপ করে বসে থাকবো না। ধর্ম নামের এই কলঙ্ককে গ্রহ থেকে মুছে ফেলে তবেই ক্ষান্ত হবো। কয়জনকে মারবে?
পৃথিবীর ১১ শতাংশ মানুষ বুঝতে পেরেছে মানবতা কি, আর ধর্ম কি। প্রায় ৬৬ কোটি মানুষ এখন মুক্তমনের অধিকারি। আর তোমরা মানুষ মারতে পারো, তাদের চিন্তা ধারাকে নয়। কতজনকে মারবে?
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৯