আজ স্বাধীনতা দ্বিবস।আজকের দিনে সাধারণত আমাদের স্বাধীন বাংলার ইতিহাস শুনেই দিন পার হয়ে যায়। আজ আর ইতিহাস টেনে আনছি না। আজ একটু তাঁকাই আমাদের বর্তমানের দিকে, ভবিষ্যতের দিকে।।
৪৫ বছর হলো আমরা স্বাধীন হয়েছি। এই সময়ের মাঝে আমরা চেষ্টা করেছি আমাদের দেশটাকে স্বপ্নের মত করে গড়ে তুলতে। সাফল্য আর ব্যর্থতা, দুই মিলিয়েই এগিয়ে যাচ্ছে আমাদের স্বপ্নের দেশ। কিন্তু সাফল্য আর ব্যর্থতা দুটোর হিসেব মেলাতে গেলে হতাশ হতে হয় আমাদের। আমরা কতটুকু পেরেছি? কতটুকু করেছি বাংলার জন্য? স্বার্থ কি আমাদের দাবিয়ে রাখে নি?
প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের আবার হতাশ হতে হবে। আজ স্বাধীনতা দ্বিবস, আজ আমাদের আন্দোলন করতে হচ্ছে কিছু মানুষরুপী শয়তানদের বিপক্ষে। তনু ধর্ষণের জন্য শোকাহত হবো, নাকি স্বাধীনতা দ্বিবসের স্মৃতি চারণ করবো? উত্তর জানা নেই।
আজ স্বাধীনতা দ্বিবস, ভাবছি- আমরা কি আসলেই স্বাধীন? কিকরে ভাববো আমরা স্বাধীন? যেখানে আমাদের মা-বোনদের নিরাপত্তা নেই। না, থাক। অনেক লেখালেখি হয়েছে তনুকে নিয়ে। ব্লগে, ফেসবুকে, টুইটারে,, অনেক চ্যানেলের হেডলাইনে যায়গা করে নিয়েছে। আরো যদি লিখতে যাই, সেটা হয়ে যাবে বাঙ্গালীর আদিখ্যাতা। বরং কথা বলি সাফল্য নিয়ে। রাজন হত্যার বিচার হয়েছে, রাকিবও বিচার পেয়েছে। ঐশিও বাদ যায়নি। মানবতা কি আমরা বুঝতে শিখেছি। বিচার হয়েছে রাজাকারদের। উন্নত হচ্ছে দেশ, ধীরে হলেও হচ্ছে। এই সবই তো সাফল্য। তাহলে, তনু হত্যার বিচারটা হয়ে গেলেই আমাদের আর কোনো ব্যর্থতা থাকবেনা, তাই কি?
এতো সাফল্যের মাঝে কেউ কখনোও ব্যর্থতা খুঁজতে যাবে কেনো। না, আমরা স্বাধীন জাতি, আমাদের স্বকীয়তা বজায় রেখে আমরা চলছি। কিন্তু ওই যে, হিসেবটা মিলছে না। টি এস সির ঘটনা কি আমরা সবাই ভুলতে পেরেছি? হয়তো পেরেছি। হাজার হলেও স্বাধীন বাংলাদেশ তার স্বকীয়তা বজায় রেখে চলছে।
আজ স্বাধীনতা দ্বিবস, ধর্মকে নেড়েচেরে জঙ্গিবাদ আতঙ্কের মাত্রা দিন দিন বাড়িয়েই চলেছে। আমরা নিরাপদ? লিখতে ভয় হয়, আমরা স্বাধীন, তাই কোনো জঙ্গি কাল আমাকে হত্যা করলে ৫৪ ধারায় চলে যাবে মাপকাঠি। আমরা স্বাধীন, তাই আমাদের ভাবতে হয়। আমরা স্বাধীন বলেই ভাবতে হয় যে, আমরা কি আসলেই স্বাধীন, কতটুকু স্বাধীন? আজ স্বাধীনতা দ্বিবস, আজ আমরা স্মরণ করি আমাদের প্রিয় বাংলাদেশের বীরত্ত্ব আর সাফল্যের ইতিহাস। আমরা স্বাধীন, তাই আমাদের ব্যর্থতা ভুলে গেলেও আমাদের কোনো সমস্যা নেই।এখন আর অতীত ঘেটে কি লাভ? পেছনে তাঁকিয়ে থেকে কখনোও সামনে এগুনো যায় না। আমরা তাই করছি। এখন তাই,আমাদের উচিত পেছনে না তাঁকিয়ে সামনে এগিয়ে যাওয়া। কিন্তু অতীত ভুলে যাবো কি আমরা? তাহলে যে ভুলে যেতে হবে আমাদের সাফল্যও। তাহলে স্বাধীন বাংলার গর্বের কি থাকবে। আমাদের গর্ব আছে। এই বাংলায় আমাদের গর্ব। আমরা অতীত ভুলবো কেনো। অতীতকে আমাদের সাথে নিয়ে এগিয়ে যাবো। আমরা পারবো, সোনার বাংলা গড়ে তুলতে। সত্যিই একদিন পাড়বো।।।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৬ রাত ২:৪২