প্রেক্ষাপটঃ ১।
গতবছর বারিধারার বাসাটা ছাড়ার আগে আমার এক রূমমেট সিনিয়র বড় ভাই আমাকে চুপিসারে বললো তুমিই কি 'ইঞ্জিনিয়ার সাইফুল'?
-
আমি বললাম, আপনার কি আমার ইঞ্জিনিয়ারিং ডিগ্রী নিয়ে কোন কনফিউশন আছে?
-
তিনি বললেন, দেখো সাইফুল এই বাসায় আসার আগে থেকেই তোমাকে আমি চিনি। তোমার লক্ষাধিক মেম্বারের ব্ল্যাক হ্যাট গ্রুপেও আমি নিয়মিত
রিপোর্ট করতাম। যাইহোক তোমাকে ভার্চুয়ালে যতটুকু ভাল জানি রিয়েল লাইফে তার চেয়ে বেশি কিছু...
-
আমি অবাক হয়ে বললাম, এফবিতে আপনার পরিচয়??
-
সেটা না জানলেও চলবে.. তবে তোমাকে সবসময় সাপোর্ট দিয়েছি... এবং ভবিষ্যৎ এও তোমার ভাল কাজ গুলির সাপোর্ট দিয়ে যাব... আমি আবাক..
-
প্রেক্ষাপটঃ ২।
বসুন্ধারার বাসায় এসে উঠলাম। একদিন ল্যাপটপে বসে এফবি চালাচ্ছি। ওঠাৎ হুরমূর করে পাশে এসে বসলো আমার রূমমেট সে 'জাবি'তে পড়তো.. আমারে বলে হেই.. তুমিই ইঞ্জিনিয়ার সাইফুল? এই চশমা পড়া মুখে দাড়ি এইটা তুমি..??
-
আমি বললাম, হ্যা! এতো অবাক হওয়ার কি আছে? ও বললো তোমাকে আমি আরো ১ বছর আগে থেকে চিনি.. আমার এক ফ্রেন্ডের মাধ্যমে সে তোমাকে ফলো করে এবং তোমার কথা তার মুখ থেকে অনেক শুনছি.. আমি সেদিনও অবাক হয়ে বললাম...
-
প্রেক্ষাপটঃ ৩।
একদিন দেখি আহসানউল্লাহ ইউনিভার্সিটির আমার খুব প্রিয় একজন স্যার ক্লাসে এসে আমার এক ক্রিয়েটিভ আইডিয়া মুলক স্টাটাস পুরা কার্টেসি ছাড়াই ক্লাস রূমে সবার সামনে ভাষণ দিয়ে দিলেন...
-
সাথে আমিও নিজের পরিচয় গোপন রেখে স্যারকে আরো মোটিভেটেড করলাম.. এর আরো কিছুদিন পরে বুঝতে পারলাম স্যার আমার লিস্টে না থাকলেও এফবিতে আমার লেখালিখি ফলো করেন
-
প্রেক্ষাপটঃ ৪।
গতকাল গুলশান থেকে অফিস শেষ করে বাসে করে বাসায় যাচ্ছি। ফেইসবুকে গুতাইতেছিলাম। এমন সময় পাশের সিটে বসা এক ভাই মুখে হালকা খোচা দাড়ি তিনি আমাকে বললেন,
-
- এক্সকিউজমি!
- জ্বী বলুন!
- আপনার এফবি প্রোফাইল নেমটা বলবেন?
- সরি ভাইয়া! এটা আমার প্রাইভেসি
- দেখুন আমি মনে হয় আপনাকে চিনি। আপনার ফ্রেন্ডলিস্টে আছি।
- আপনার পরিচয়?
- আমার নাম আকরাম! আপনি ইঞ্জিনিয়ার সাইফুল না??
- আমি প্রায় ১ মিনিট নিরবতা পালন করে বললাম, হ্যা!!
- এভাবে আপনার সাথে দেখা হয়ে যাবে ভাবতেই পারিনি। ব্ল্যাক হ্যাটের রাহাত, ভ্যাকটেস সবাইকেই চিনি। ভাল থাকুন..
- আরে ভাই, আপনার পরিচয়টা দিয়ে তো যান..
- এখন আর দিব না.. দিলে অবশ্যই চিনবেন.. সময় করে আপনাকে ইনবক্স করবো আল্লাহ্ হাফিজ বলে বাস থেকে নেমে গেল...
-
প্রেক্ষাপটঃ ৫।
আজকে অফিসে কলিগরা সবাই বিকেলে নাস্তা করার সময় একজন বলে উঠলো আমাদের H.R নাকি ব্লগার। আমি এইচ আরকে জিজ্ঞেস করলাম কি শুনি এগুলা আপনি সত্যিই ব্লগার নাকি ভাইয়া?
-
বেচারা আমাকে ভয়ে ভয়ে বললো আরে আমি নাস্তিক ব্লগার না আমি ইসলামিক ব্লগার।
-
তা ভাইয়া কোন সাইটে ব্লগিং করেন সামু, মুসলিম বাংলা নাকি টুডে নাকি উম্মাল্যান্ড?
-
সে বলে আরে ভাই আমি ইসলামিক ব্লগার না আমি সামুতে ব্লগিং করি আমি প্রেম নিয়ে মেয়েদের সাইকোলজি নিয়ে লেখালিখি করি।
-
ভাই ব্লগে আপনার পরিচয়টা বলেন, পাশে থেকে আমার বস বলে উঠলো আমি একজনকে চিনি নীল সালু.. আমি অবাক বসকে জিজ্ঞেস করলাম আর কাকে কাকে চিনেন দেখতেসি অনেকের সাথে ইঞ্জিনিয়ার সাইফুল নামটাও জুড়ে দিল.. আমি অবাক..
-
কারণ কিছুদিন আগেই এই বসের বিরুদ্ধে এফবিতে পোষ্ট দিসি...
-
এখন চিন্তায় আছি হয়তো যার সাথে ফিউচারে বিয়ে হবে। সেও হয়তো বিয়ের পড়ে বলবে তুমিই ইঞ্জিনিয়ার সাইফুল? তোমারে একবার ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাইছিলাম, আমারে ফেক মনে করে রিকুয়েস্ট ডিলিট দিয়া ফলোয়ার বানাইসিলা...
-
মেসেজ দিসিলাম মেসেজের রিপ্লাই না দিয়া ভাব নিসিলা.. আর এখন? সেই আমার সাথে তোমার সংসার করতে হচ্ছে...লল
-
আমি হয়তো সেদিন বলতে বাধ্য হবো, বউ আমি ভুল কৈরালচি, তুমিই যে আমার বৌ হৈবা কে জান্ত? তোমারে চিন্তারিনাই, চরি..
-
হয়তো বউ সেদিন বলবে যেখানে আমি বউ হৈয়া তোমার ফ্রেন্ড লিষ্টে যায়গা পাইনাই সেইখানে একটা মেয়েও তোমার লিষ্টে থাকতে পারবে না.. অক্ষনি হয় সবাইরে রিমুভ দেও.. নয়তো এফবির সাথে ঘর সংসার করো.. আমি চল্লুম বাপের বাড়ি.....
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৬ রাত ১১:২২