আমাদের দেশে হবে সেই ছেলে কবে? কথায় না বড় হয়ে কাজে বড় হবে। অধ্যাপক সেলিম শাহরিয়ার আমাদের বাংলাদেশের গর্ব। তাকে সশ্রদ্ধ সালাম জানাই।
.
১১ ফেব্রুয়ারি ওয়াশিংটনে সংবাদ সম্মেলন করে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা ঘোষণা দিয়েছেন, ১৩০ কোটি আলোকবর্ষ দূরে দুটি কৃষ্ণগহ্বরের মিলনের ফলে যে তরঙ্গ উঠেছিল, তার সংকেত এসে ধরা পড়েছে তাঁদের যন্ত্রে। এই যন্ত্র তৈরিতে অবদান রেখেছেন বাংলাদেশের পাবনা জেলার বেড়ার সন্তান অধ্যাপক সেলিম শাহরিয়ার। নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ম্যাককরমিক স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের বুলেটিনে তাঁকে নিয়েই শিরোনাম করা হয়েছে, ‘সেলিম শাহরিয়ার অবদান রেখেছেন মহাকর্ষ তরঙ্গ আবিষ্কারে’।
.
জাতির তারুণ্যকে উৎসাহী ও সৃষ্টিশীল করতে আমাদের প্রতিভাবানদের আনুষ্ঠানিকভাবে সামনে নিয়ে আসা জরুরি বলে আমি মনে করি।
.
কিন্ত বড় আফসোস করে আজ বলতে হয়। খোকন খোকন ডাক পাড়ি। খোকন মোদের কার বাড়ি। আয় রে খোকন ঘরে আয়। দুধ মাখা ভাত কাকে খায়।
.
কাকে খাবে না তো খোকায় খাবে??? দেশের মেধা আজ বাহিরে পাচার হচ্ছে। লাভবান হচ্ছে প্রযুক্তি নির্ভর দেশ গুলি। দেশে গবেষণার জন্য পদার্থবিদ রসায়নবিদ সহ অন্যান্যদের থিসিস করার পর্যাপ্ত বাজেট নেই ইকুয়েপমেন্ট নেই। সরকারের কি সেদিকে কোন দৃষ্টি আছে??
.
যেহেতু দৃষ্টি নেই সেহেতু দুধ মাখা ভাত কাকেই (আমেরিকাই) খাবে.... খোকাকে (বাংলাদেশ) শুধু অনাহারে চেয়ে চেয়ে দেখবে... খেতে হবে না...
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৩