সোনিয়াকে পড়াতে গিয়ে রীতিমত হিমশিম খাচ্ছিলাম। মেয়েটা সারাদিন এই প্রশ্ন সেই প্রশ্ন কত যে প্রশ্ন। আর ভুলভাল বাংলিশের যন্ত্রণাতো আছেই। আচমকা সেদিন "মিচ্চোনিয়া" হুট করে জিজ্ঞেস করলো-
.
- চার ও চার....
- হুম শুনতেছি বলো...
- চার আপনার কি পেচভুক আইটি আচে?
- নট পেচভুক দিস ইজ ফেইসবুক ওকেই?
- চার! আপনি কালি আমার বুল দরা নিয়ে ভেস্ত।
- আচ্চা! তাই বুঝি?
- হুম! চার দেন্না ফিলিজ আপ্নের পেচভুক আইটিটা
- ইঞ্জিনিয়ার সাইফুল" লিখে সার্চ দেও।
- চার! চোকে চশমা পড়া দেখতে হ্যাচার মতো এইটা আপনি??
.
- হোয়াট ডু ইয়ু মিন বাই হ্যাচা??
- চরি চার! প্যাঁচা আর কি!
- আমারে তোমার প্যাঁচার মতো লাগে??
- না তো! আপ্নেরে ত ভোম্বের হিরু চারুক কানের মতো লাগে!
- ইয়া! আল্লাহ্ আমারে তুইল্যা নেও!
- চার! কোন চমুইচ্যা??
- প্রবলেম!!!
.
- চার! আপনি কি "ভ্লগার"??
- ব্লগার নট ভ্লগার!
- চার! ভলেন্না ফিলিজ!
- ঠিক তেমন না তবে আগে টুকিটাকি ব্লগে লিখতাম। এখন অফ গেছি..
.
আরেকদিন ম্যাথম্যাটিকস করানোর সময়!
.
- চার! ও চার
- হ্যা! কি বলবা তাড়াতাড়ি বলো।
- আফু! ঝিঙাইচে আপ্নের কোন এপেয়ার আচে কি না?
- ঐদিন না বললাম এফেয়ার আছে! আর ঝিঙা টিংগা এগুলা কি?
- চার! হাচা কৈরা কন্না। বাবীর নামডা কি?
- বললাম না -ক্যাটরিনা কাইফ!
- চার আপ্নে কালি পান করেন! আমি কিন্তু চিরিয়াচ
- এই! তোমার চিরিয়াচের গুল্লি মারি! তোমার আপুরে বৈল এভাবে নেক্সট টাইম আমাকে জ্বালাতন করলে আমি কিন্ত আর আগামীকাল থেকে আসবো না ওকেই!!
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৭