হটাৎ করেই মাথায় আসলো ব্যাপারটা।
আমরা আস্তিকরা সবাই নাস্তিকদের কতই না অপছন্দ করি। কিন্তু আমাদের সমাজে যে সকল ভন্ড পীর বুজুর্গ আছে তারা কি নাস্তিকদের চেয়ে কোন অংশে কম খারাপ?? তারা কি আমাদের ধর্মকে নষ্ট করছেনা?? তারাও তো আমাদের ধর্ম নিয়ে ব্যাবসা করছে।
.
ওইদিন শুনলাম এক পীরের ভক্ত বয়ান করতেছে যে তার পীর নাকি আল্লাহর মহান বন্ধু (নাউজুবিল্লাহ)। এই সকল পীরেরা গ্রামের সহজ সরল মানুষগুলোকে ভুল বুঝিয়ে ভুল পথে চালিত করছে। আমার মনে হয় এরা নাস্তিকদের চাইতেও খারাপ। আপনাদের কার কি মত??
.
আমাদের দেশে এক জগত বিখ্যাত পীর আছেন যিনি কিনা নিজের নামে দরূদ শরীফ বানাইসে (নাউজুবিল্লাহ) ওর ছাগল অনুসারিগুলি তাই বিশ্বাস করে বসে আছে। এদের কেউ কিছু বলেনা দেখে আশ্চর্য হয়ে যাই!
.
ঢাকার গুলিস্তান এলাকায় একটা মাজার আছে যেখানে গোলাপ শাহ পীরের নাম বেচিয়ে প্রতি মাসে কোটি কোটি টাকার বিজনেস চলে। এছাড়াও চট্রগ্রাম ও সিলেটেও প্রচুর মাজার পূজারীরা প্রতিনিয়ত দূর্বল ঈমানদ্বারদের সাথে কি সব কিচ্ছা কাহিনী শুনায়ে শিরকের মাধ্যমে কার্যসম্পাদন করে ভক্তকুলের ঈমান নস্ট করে যাচ্ছে। আচ্চা কবে শেষ হবে ধর্মের নামে এইসব প্রতারনা?
ইঞ্জিনিয়ার সাইফুল
https://www.facebook.com/EngineerSaiful.bd
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০২