নিত্যনতুন বাটপারি সিস্টেম দেইখা আমার শুধু একটাই আফসোস হয় আর সেটা হলো- ইসস বাঙালি যদি এই বুদ্ধি কোন শুভ কাজে ব্যয় করতো।
ঘটনার শুরু বাবার অফিসে।
বাবা অফিস থেকে ফিরেই বললেন এদিকে আয় একটা জিনিস দেখামু।
অতি উৎসাহে গেলাম তার কাছে সে তার প্যান্টের পকেট থেকে একটি ১০০ ডলারের নোট বের করের খিল খিল করে হেসে দিল। বললাম ব্যাপার কি কে দিলো এই টাকা? তুমি ডলার পেরে কোত্থেকে???
হাসি দিয়ে আব্বু বলল কুড়িযে পেয়েছি, দেধতো আসল কিনা। আমি দেখে বললাম কিছুদিন আগে আমি বসুন্ধরা সিটি থেকে একটা ২০ ডলার কিনেছিলাম বন্ধুকে দেয়ার জন্য, সে ইন্ডিয়া যাচ্ছে তাই ভাবলাম কিছু শপিং করাই ওকে দিয়ে।
তাই নোটটা দেখে আমার সন্দেহ হলো তারপরে আব্বুকে বললাম এটা আসল মনে হচ্ছে না তবে কোন ব্যাংক কর্মকর্তা কে দেখানোই হবে সবচেয়ে বুদ্ধির কাজ।
আসল হলে তো একবারে ৮১০০/- আর নকল হলে পুলিশের ঝামেলা হতে পারে। এই ঈদে পুলিশের ঝামেলায় পরলে সব শেষ হয়ে যাবে।!
তাছাড়া গত কদিন ধরে টিভি এবং পত্রিকায় অসংখ্য জাল টাকার খবর দেখায় আমার সন্দেহ অনেক বেড়ে গিয়েছিলো।
আজ জানতে পারলাম সেই নোটটা ভুয়া আর এই নোটের বান্ডিল রাস্তায় অনেকেই কুড়িয়ে পেয়েছে। অনেকে লোভে পরে তৎখনাত কিনেও নিয়েছে।
ব্যাপারটা আরো খোলাসা হলো যখন বাংলানিউজ২৪ এর আরেকটা খবর দেখলাম। তাই ভাবলাম ব্যাপারটা সামুর বন্ধুদের সাথে শেয়ার করি। আপনারা আপনাদের নিকটজনদের এই বার্তাটা অবশ্যই পৌছে দিবেন নয়তো এই লেটেস্ট ধান্ধায় তারাও পরে যেতে পারে।
ধন্যবাদ সবাইকে।
বাংলানিউজ২৪'র লিংক: Click This Link