বিএনপি রেডি হও...
আজকেও তোমরা জেলে বসে ঢাকার বিভিন্ন জায়গায় বাসে আগুন লাগাইছো বাছা!
পালাবে কোথায়???এটা কোন দেশে আছি আমরা???!!!
দুই দলের এমন গনতন্ত্র প্রাকটিসে আমরা সাধারন জনগন আর কতদিন মার খেয়ে যাবো?
হরতালে যে বাসটি, যে রিক্সাটি, যে সিএনজি টি পুরলো, যে ব্যক্তিটি পুড়ে মরলো তার ও তাদের পরিবারের কি হবে? তাদের দোষ কি ছিল?????????????????????????
তাদের পকেটে তো ভুরি ভুরি কালো টাকা নেই যা দিয়ে তারা বড় বড় আইনজীবী লেলিয়ে দিবে। তারা তো মামলা করার মত ওসি ২০০/- টাকা চা নাস্তা খাওয়ার ও পয়সা দেওয়ার ক্ষমতা রাখে না! তাই বলে কি ওরা কোন বিচার পাবে না!???
মধ্যবিত্ত কোন বাসাবাড়ির মালিক যদি ৩মাস কোন বিদ্যুৎ/পানি/গ্যাস বিল না দিতে পারেন তাদের লাইন এক নোটিসেই কাটা যায়। আর যারা বছরের পর বছর কোন বিল না দিয়ে এসব সেবা গ্রহন করছেন তাদের লাইনে হাত দেয়ার ও সাহস পায়না কর্তৃপক্ষ। কেননা হাইকোর্টে রিট আছে!
বাস চালক যদি ভুয়া লাইসেন্সে+ ভুয়া ফিটনেসে গাড়ি চালায় তার মামলা বগজোড় ১০০০/- আর স্পটে খুশি করতে পারলে ঘটনা ৫০০ তেই শেষ।
কিন্তু আপনি যদি মটরসাইকের আরোহী হন তখন আপনাকে ১০০% ছহিহ উপায়ে গাড়ি চালাতে হবে। সামান্য ডেট এক্সপায়ার ইন্সুরেন্সের জন্যও খেয়ে যেতে পারেন ৫০০ টাকার মামলা।
আপনি হেলমেট ছাড়া গাড়ি চালালে খবর আছে কিন্তু পুলিশ/সার্জেন্ট রা আলাদা আইনের কারনে দিব্যি হেলমেট ছাড়া গাড়ি চালায়।তখন ইচ্ছে করে এগুলোকে যদি আমি নিজে চাপরাইতে পারতাম!
ওদের মুখের উপর এসব অনিয়মের কথা কি বলার সাহস আপনার আছে আমার কিন্তু নেই তাই লিখছি। যদি ওদের বিরুদ্ধে কিছু বলি তখন হয়তো আমার বিরুদ্ধে গাড়ি চুরি কিংবা ছিনতাই মামলা দিয়ে দিতে পারে। কি ভাই পারেনা???
ঢাকা ইউনিভার্সিটির প্রানরসায়ন বিভাগের কাদের ছেলেটির কথা কি মনে আছে আপনাদের? মনে কি আছে ঝালকাঠির লিমনের কথা?
মনে রাখবেন কিভাবে বলুন এতো অনিয়মের মাঝে কয়টা মনে রাখা যায়।
এই অনিয়ম কি শুধু আওয়ামিলীগ করছে?! না! বিএনপি যখন ক্ষমতায় ছিলো ওরাও এর বাইরে ছিলো না তবে এর সমাধান কোথায়???
সবকিছুরই একটা লিমিট আছে তবে বিগত ১/১১ থেকেও যদি আমাদের দেশের রাজনৈতিক দলগুলো কিছু না শিখে তখন কি বলবো? হয়তো তাদের এর চেয়ে আরো বড় কোন শিক্ষা অপেক্ষা করছে। তবে তার শুরুটা কবে কখন??? আর যে এতো অনিয়ম সহ্য করতে পারছি না!!!
১. তাই বলতে চাই আগে মাথা উচু করে বাচতে চাই
২. আইনের সুশাসন চাই
৩. জরাজীর্ন আইনের সংশোধন চাই
৪. জীবনের নিরাপত্তা চাই
৫. বিচারবিভাগ সম্পুর্নভাবে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত চাই।
৬. অন্ততপক্ষে আমাদের মৌলিক অধিকারগুলো আমাদের ফিরিয়ে দিন।
৭. ভয়ভীতির উর্ধ্বে থেকে অন্যায়ের প্রতিবাদ করার সুযোগ চাই।
৮. বাংলাদেশ পুলিশ এ জরুরীভিত্তিতে সংস্কার চাই।
বাকিটা আপনারাই বলুন!