কিছুক্ষন আগে একদল সন্ত্রাসী আমাকে গাড়িতে উঠিয়ে তাদের সাথে চলতে বলল। আমি কিছু বললাম না । এসি গাড়ির হাওয়া এই রাতে বেশ উপভোগ করছিলাম।
ওরা বলল পকেটে কত আছে? আমি বললাম ৪২০ টাকা আর একটা সিম্পোনি বি১০ আই মোবাইল সেট্ তারা আমার কাছ থেকে সেগুলো ছিনিয়ে নিলো। তারা চলে যাওয়ার আগে দেখলাম আমি রেব ৪ এর কার্যালয়ের মুল ফটকের সামনে। কিছু রেব এই ছিনতাইয়ের ঘটনাটা উপভোগ করতেছে আর মুখে বিড়ি টান দিচ্ছে।।।।
কি বিশ্বাস হলো??? আরে ভাই জানেন না রাস্তাঘাট এখন চলাচল কিংবা ছিনতাইয়ের জন্য উপযুক্ত নয় তাই সন্ত্রাসীরা এখন বাধ্য হয়ে পুলিশ স্টেশন, রেব এর কার্যালয়ে,বিজিবি সদর দপ্তরে ছিনতাই করা শুরু করে দিয়েছে।
আমার কথা বাদই দেন, দুদিন আগের ঘটনাটাই দেখুন না আমাদের মন্ত্রি মশাইয়ের এপিএস এর কষ্টার্জিত মাত্র ৭০/৩০/২৫ লক্ষ টাকা (পরিমান কালকে আরো কমবে!) তাদের ড্রাইভার ঢাকার বিজিবি সদর দপ্তরের ভিতরেই ছিনতাইয়ের চেষ্টা করে।
ড্রাইভার এক হাতে অস্ত্র, আরেক হাতে টাকা আর তার তিন নম্বর হাত দিয়ে গাড়ি চালাচ্ছিল এবং সাথে সাথে মন্ত্রির এপিএস এবং রেলের জিএম কে ধমক্ ও দেয় সে। আহারে বেচারা ড্রাইভার তার পক্ষে কথা বলার যে কেউ নেই।
আপনারাই বলুন রাগে কি করতে ইচ্ছে করে???